সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
গতকাল রাতে সাড়ে ১১টা নাগাদ তিন নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী টুম্পার সরকারের বাড়িতে দুষ্কৃতীদের গুলি চালানোর সম্বন্ধে আজ সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস।
তিনি বলেন, দীর্ঘ তিন বছর নির্বাচন হয়নি। তারা মুখে বলেন, জনগণের জন্য অনেক প্রকল্প চালু করেছেন তা সত্ত্বেও কংগ্রেসের প্রার্থীদের নমিনেশন ফাইল করার পর তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। সেকারণে রাতের অন্ধকারে গিয়ে বাড়িতে কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারকে দরজা নক করে ডাকতে থাকে। টুম্পা সরকারের স্বামী দরজা একটু খোলা মাত্রই পরপর চার রাউন্ড গুলি চালায় দুস্কৃতিকারীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান টুম্পা সরকারের স্বামী পিনাকী সরকার সহ বাড়ির লোকজন। লক্ষীর ভান্ডার, দুয়ারের সরকারের মতো বর্তমান সরকার ভোটের আগে আর একটি প্রকল্প বিরোধীদের দুয়ারেগুলি। শুধু তাই নয়, কান্তনগরে আমাদের প্রার্থী বাড়ির মালিকের অনুমতি নিয়ে নির্বাচনী কার্যালয় খোলেন। সেখানে শাসকদলের গোটা ৪০ জন গিয়ে নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। ভোটের আগে শাসকদল ভাবছেন এরকমভাবে ভয় দেখালে ভাঙচুর করলে সব দল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন আর তৃণমূল আবির মেখে বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করে রাস্তায় নেমে পড়বেন।
আরও পড়ুনঃ শীঘ্রই নসিপুর রেল ব্রিজ চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ লালবাগে
তিনি আরো বলেন, ভয় দেখিয়ে কংগ্রেস প্রার্থীদের দমানো যাবে না। তাদের যদি সৎ সাহস থেকে থাকে তাহলে ভোটে লড়াই করতে এত ভয় কেন। জনগণ আগামী ২৭ ফেব্রুয়ারি শাসকদলের এই অত্যাচারের রায় দিবেন বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584