শ্যামল রায়,কাটোয়াঃ
একের পর এক সেতু ভেঙে পড়ার কারণে নড়েচড়ে বসল প্রশাসন।কাটোয়া মহকুমার অন্তর্গত বারটি বেহাল সেতু সংস্কারের জন্য টাকা আছে এস্টিমেট পাঠানোর নির্দেশ নবান্নের।ইতিমধ্যে বারটি বেহাল সেতু সংস্কারের জন্য টাকা চেয়ে প্রপোজাল পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে চলতি সপ্তাহে মহকুমা পূর্ত বিভাগ রাস্তার অধীনে থাকা এই সেতুগুলির অবস্থান জানিয়ে নবান্নে চিঠি দেওয়া হয়েছিল। চিঠির পরিপ্রেক্ষিতে নবান্ন থেকে নির্দেশ এসে এসেছে এস্টিমেট পাঠানোর।কাটোয়া মহকুমা অর্থ দফতরের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (রাস্তা) কৃষ্ণ কান্তি নন্দী জানিয়েছেন যে আমাদের দফতরের অধীনে থাকা বেশ কয়েকটি সেতু সংস্কারের প্রয়োজন রয়েছে।তাই প্রয়োজনীয় টাকা চেয়ে একটি রিপোর্ট নবান্নে পাঠানো হয়েছে।টাকা এলেই বেহাল সেতুটি সংস্কারের কাজ শুরু হয়ে যাবে।ইতিমধ্যে বেহাল বারটি সেতুর নিচের দিকে ঢালাই করে মজবুত করা হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।এছাড়াও চারটে সেতুর সংস্কার কাজ হয়ে গিয়েছে।পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে যে দাঁইহাট মালডাঙ্গা মন্তেশ্বররে পাঁচটি সেতু রয়েছে। অগ্রদ্বীপ থেকে দেওয়া সিন যাওয়ার পথে দুইটি কাটোয়া থেকে কেতুগ্রাম যাওয়ার পথে একটি কৈচর থেকে শিঙি যাওয়ার পথে তিনটি মঙ্গলকোটের কাশেম গ্রাম নতুন হাট থেকে মাঝিগ্রাম পর্যন্ত একটি সেতুর রয়েছে।
এইসব সেতুগুলির বেশির ভাগের দুদিকে রেলিং ভাঙ্গা এবং ছোটখাটো ফাটল দেখা গিয়েছে তাই সংস্কারের জন্য টাকা চাওয়া হয়েছে।পূর্ত বিভাগের আধিকারিকরা এই সকল সেতুর বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন।ইতিমধ্যে কাটোয়া থেকে কেতুগ্রাম যাওয়ার রাস্তার মধ্যে অজয় নদীর উপর রয়েছে কাশীরাম দাস সেতু পরীক্ষার জন্য মোবাইল ব্রিজ পরিদর্শন জানানো হয়েছে। ইতিমধ্যে সেতুটি পরিদর্শন করেছেন আধিকারিকরা।
আরও পড়ুনঃ ডিসেম্বরে বর্ধমানে নির্মীয়মান রেলওয়ে ওভারব্রিজ অ্যাপ্রোচ রোড চালুর সম্ভাবনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584