পথশিশুদের সাহায্যার্থে ‘আলোয় ফেরার গান’

0
66

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

১৯৮৪ এর সূচনা থেকে আজ অবধি, ৩৬ টি বছর ধরে মঞ্চ গানের প্রচার ও প্রসারে সদানিরত ‘অ্যাকাডেমি থিয়েটার’। ইতিমধ্যেই গড়ে তুলেছে এক সর্বাঙ্গীন আর্কাইভ যেখানে রয়েছে সংগীত, থিয়েটার, যাত্রা, সিনেমাচর্চার হাজার তিরিশেক মূল্যবান বই, সমসংখ্যক গ্রামোফোন রেকর্ড, ছবি, পোস্টার, বিলবোর্ড, বাদ্যযন্ত্র, ক্যামেরা সহ আরও অনেক কিছু।

Aloy Ferar Gaan | newsfront.co

মঞ্চগানের আঙিনায় পরিবেশন করে চলেছে একের পর এক প্রযোজনা যেখানে সঙ্গী হয়েছে কখনো পঞ্চকবির গান, নাটকের গান, সিনেমার গান, কাব্যগান, লোকগান, যাত্রার গান।

আরও পড়ুনঃ মাটির গানে মন ভরাতে আসছে ‘গঙ্গারাম’

বর্তমানে করোনা অতিমারিতে আক্রান্ত গোটা বিশ্ব। তবুও থেমে থাকা নয়। আগামী ১২ ডিসেম্বর,২০২০, রাত ৯ টা থেকে অ্যাকাডেমি থিয়েটারের ভার্চুয়াল নিবেদন ‘আলোয় ফেরার গান’।

আরও পড়ুনঃ বড়দিনে ডিজিটালে আসছে ‘কুলি নং ১’

সহযোগিতায় ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক আকাডেমি। শুধু বাংলা নয় আমেরিকা, কানাডা, ইংল্যান্ডের শিল্পী সমন্বয়ে শোনা যাবে বহু ধারার গান-নাটক-কবিতা। শোনা যাবে স্প্যানিশ ভাষায় রবীন্দ্র রচনা। সামগ্রিক ভাবনা, নির্মাণে দেবজিত ও ঋদ্ধি বন্দোপাধ্যায়। বিক্রিত টিকিটের অর্থমূল্য খরচ করা হবে পথশিশুদের সাহায্যার্থে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here