আমার কথা,ব্যাথা, আমার পাতায়

0
197

✍নিজামুদ্দিন সেখ:

জীবনটা আচল পয়সা,চলছে শ্লথ গতির মানুষের চলার মত মন্থর পায়ে,কখনও খোঁড়া আবার কখনও পক্ষাঘাত বিশিষ্ট সিংহের মত।নির্জনে একাকী শুভ সূচনা করেছিলাম পথ চলার জীবন উত্তরণের,সাথী বলতে একটা সংশয়গ্রস্ত মন।তারই উপর ইচ্ছে ডানায় ভর করে স্বপ্নের উড়ান নিয়ে পাড়ি দিয়েছিলাম শিক্ষার আঙিনায়,পার করে বেশ কিছুটা বছর,তারপর এখন জীবন কে একটা ঠিকানায় আনার জবর চেষ্টা করছি।ভরসা একটাই আত্মবিশ্বাস আর সততা।চলার পথে কখনও পায়নি কার হাত তবুও হতাশ হয়নি কিছু মানুষের অদৃশ্য শুভকামনা যারা আমায় এগিয়ে নিয়ে গেছে জীবনের প্রতিটি পদক্ষেপে।
কিছু সময়, পিছনে ফিরে চেয়েছি বারে বারে,মনে হত সময় তো হল বেশ জীবনে দাগ ত কিছুই রেখে যেতে পারলাম না,আবার কবে ২৪ টা বছরত পার করে গেলাম,এবার না হয় করতে হবে কিছু একটা –না না করতেই হবে।,আজ দৃপ্ত কন্ঠে ঘোষণা চলে যাওয়ার আগে সমাজের বুকে রেখে যাব চিরকালের পদচিহ্ন।এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁচ্ছে যাব, চাঁদের পাহারে,সেদিন সুদুর নয় যেদিন সমাজ গাইবে আমার সাথে ন্যায়ের জয়গান।সেদিন ই যাব আমি চলে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here