ভালোবাসার নানা রং নিয়ে ‘আমার পরাণ যাহা চায়’

0
312

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ভালোবাসার সংজ্ঞা নির্ধারণ করা অর্থহীন। যার ভিত্তি উদারতায়, উৎপত্তি আস্থায়। তাকে কথ্য ভাষায় ব্যক্ত করা শক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসাকে বুঝতেন অন্যদের থেকে একদম আলাদাভাবে। তাঁর অভিব্যক্তিতে ভালোবাসা দাঁড়িয়ে থাকে গানের ওপারে। ওপারে দাঁড়িয়ে থাকা গানরূপী ভালোবাসাকে হাতছানি দিতেই আসছে মিউজিক্যাল ফিল্ম ‘আমার পরান যাহা চায়’।

ভালোবাসা অনিরুদ্ধ হোক, অচিরাত হোক, এই আশা আর না-বলা কিছু অপ্রাপ্তি নিয়েই এই পরিবেশনা। ভালোলাগা ও ভালোবাসার মধ্যে সেতুবন্ধনের প্রচেষ্টা রয়েছে ছবিতে। রয়েছে সমকামীতার এক চিত্র। জানতে হলে দেখতে আর শুনতে হবে ‘আমার পরাণ যাহা চায়’।

নির্দেশনায় আছেন দুর্লভ দাস। তাঁর প্রকাশিত নানা কাজ ইতিমধ্যে যথেষ্ট সুখ্যাতি লাভ করেছে। কাহিনি লিখেছেন অর্ণব চক্রবর্তী এবং দুর্লভ দাস। কণ্ঠসঙ্গীতে অর্ণব চক্রবর্তী। তিনি বিখ্যাত সংগীতশিল্পী। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যিনি তাঁর সুরের জাদু বহুবার ছড়িয়েছেন।

আরও পড়ুনঃ ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস’- এ একঝলকে সেরাদের নাম

অভিনয়ে রয়েছেন সান্নিধ্য,রাইকথা, জো। রাইকথা ত্রিপুরা রাজ্যের অভিনয়জগতের উজ্বল নক্ষত্র। রাই অভিনীত ছায়াছবি বড়পর্দায় প্রকাশিত হয়েছে। জো পেশায় রেডিও জকি। এই কাজের মাধ্যমেই তাঁর অভিনয়জগতে পদার্পণ। সান্নিধ্য পেশায় চিত্র নির্দেশক ও সংগীতশিল্পী।

বাংলা ও উত্তর পূর্বাঞ্চলের বুকে সম্ভবত এই প্রথমবার রামধনুর মোড়কে কমার্শিয়াল রবীন্দ্রচর্চা।
ছবির গানে কীবোর্ড বাজিয়েছেন হালগ জমাতিয়া। আলো দিয়েছেন সুরজিৎ ভৌমিক।

মিউজিক্যাল এই ফিল্মের স্ট্রিমিং চলছে ‘আগরতলা- দ্য সিটি অফ পিস অ্যান্ড জয়’-এর ইউটিউব প্ল্যাটফর্মে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here