মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
শনিবার সকালেই নেটমাধ্যমে বিবাহ বিচ্ছেদের কথা জানান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। স্ত্রী কিরণ রাওকে সঙ্গে নিয়ে এক যৌথ বিবৃতিতে আমির জানিয়ে দেন দীর্ঘ ১৫ বছরে দাম্পত্যে ইতি টানতে চলেছেন তাঁরা।
আমির খান এবং কিরণ রাও দুজনেই সেই বিবৃতিতে লেখেন, “একসঙ্গে কাটানো এই ১৫ টা বছর খুব সুন্দরভাবে কাটিয়েছে আমরা। আজীবনের অভিজ্ঞতা, আনন্দ, হাসি আমরা দুজনেই ভাগ করে নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস, সম্মান এবং ভালোবাসাও বেড়েছে। এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। তবে স্বামী, স্ত্রী হিসাবে নয়, পরিবারের সদস্য হিসাবে এবং সন্তানের বাবা-মা হয়ে আমরা থাকব।” এরপর রবিবার একটি ভিডিও বার্তায় আমির খান এবং কিরণ রাও বললেন, তাঁদের দাম্পত্যের সুতো ছিঁড়লেও তাঁদের বন্ধুত্ব এখনও ‘অটুট’।
অনুরাগীদের উদ্দেশে অভিনেতা বলেছেন, “আপনাদের নিশ্চয়ই দুঃখ হয়েছে, ভাল লাগেনি। খবরটা জেনে হয়তো অনেকে অবাকও হয়েছেন। কিন্তু আপনাদের জানাতে চাই, আলাদা হয়ে গেলেও আমরা খুশি এবং এখনও একই পরিবারের অংশ।”
তাঁদের বিচ্ছেদের খবর চাউর হতেই অনুরাগীদের কাছ থেকে একের পর এক বার্তা পাচ্ছেন আমির-কিরণ। এমনই সময় তারকা দম্পতির একটি ভিডিয়ো বার্তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। বলিউডের এক পাপারাৎজি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ভিডিয়োটি। ওই ভিডিওতে দেখা যাচ্ছে পাশে চুপ করে বসে থাকা কিরণের হাতে হাত রেখে আমিরের আশ্বাস, সম্পর্কে পরিবর্তন এলেও একে অপরের সঙ্গেই রয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ বিচ্ছেদ ঘোষনা হতেই ফতিমা সানাকে জড়িয়ে আমিরকে নিয়ে ট্রোল শুরু নেট দুনিয়ায়
অনুরাগীদের কাছে আমিরের অনুরোধ, “আপনারা আমাদের নিয়ে চিন্তা করবেন না। আমরা যাতে খুশি থাকতে পারি, সেই প্রার্থনা করুন।” পুরো ভিডিয়োতে কিরণ একটি কথাও বলেননি। তবে তাঁর যে এই সিদ্ধান্তে সহমত আছে কিরণের সম্মতি সূচক হাসিই তা বুঝিয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ তাপসী পান্নুকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন কঙ্গনার দিদি রঙ্গোলীর
ভিডিয়োয় আমির জানিয়েছেন, ‘পানি ফাউন্ডেশন’-এর সমস্ত কাজ তিনি এবং কিরণ করবেন। মহারাষ্ট্রে খরায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলকে সাহায্য করতে ‘পানি ফাউন্ডেশন’ তৈরি করেন আমির এবং কিরণ। তাঁর কথায়, “পানি ফাউন্ডেশন আমার এবং কিরণের কাছে আমাদের সন্তান আজাদের মতো। তাই এই ফাউন্ডেশনের পাশে আমরা দুজনেই থাকব সবসময় পরিবারের অংশ হিসাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584