দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে না রাখতে পারার জন্য দায়ী আমির, কটাক্ষ বিজেপি সাংসদের

0
176

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

অতীতে বারবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। এবার আরও একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। বললেন, “দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রণে না রাখতে পারার জন্য দায়ী আমির খানের মতো মানুষ৷ এবার তৃতীয় স্ত্রীর খোঁজ করছেন আমির।”

Sudhir Sengupta On Amir Khan
সুধীর গুপ্ত-আমির খান।কোলাজ চিত্র

মধ্যপ্রদেশের মান্ডসৌরর বিজেপি সাংসদ সুধীর গুপ্ত রবিবার বিশ্ব জনসংখ্যা দিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের নতুন বিতর্ক তৈরি করলেন৷ তাঁর অভিযোগ, জনসংখ্যা ১৪০ কোটি ছুঁতে চলল অথচ দেশে জমি পরিমাণ এতটুকু বাড়েনি৷

এদিন সুধীর গুপ্ত বলেন, ‘দেশভাগের সময় পাকিস্তান বিপুল পরিমাণ জমি পেয়েছিল৷ সেই তুলনায় অনেক কম মানুষ পাকিস্তানে গিয়েছিলেন৷ পরে আবার তার মধ্যে থেকেও কিছু মানুষ ভারতে ফিরে আসে৷ কিন্তু তার বদলে ভারত কোনও জমি পায়নি৷’

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে দুই সন্তান নীতি প্রকাশ করলেন যোগী আদিত্যনাথ, ক্ষোভ বিরোধী দলের

এরপরেই বলিউড অভিনেতা আমির খানকে কটাক্ষ করে সুধীর গুপ্ত বলেন, ‘আমির খানের মতো তারকা তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিনা এবং তাঁর সন্তানদের ছেড়ে দিলেন৷ তার পর দ্বিতীয় স্ত্রী কিরণ এবং তাঁর সন্তানকেও ত্যাগ করলেন৷ এতে অবশ্য আমির খানের কিছু যায় আসছে না৷ উনি আবার তৃতীয় স্ত্রীর খোঁজ শুরু করেছেন৷’ তিনি আরও বলেন, ‘দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে না থাকার জন্য আমির খানের মতো মানুষ দায়ী। ভারতে যা খুবই দুর্ভাগ্যের৷’

আরও পড়ুনঃ রাজনীতিতে আর নেই রজনীকান্ত, তুলে দিলেন দল

কিছুদিন আগেই আমির খান ও কিরণ রাওয়ের বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছিলেন তারকা দম্পতি। এবার সেই প্রসঙ্গেই আমির খানের দিকে তোপ দেগে বসলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ সুধীর গুপ্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here