নিজের গানের কভার ভার্সান সিরিজ নিয়ে এলেন অমিত কুমার

0
71

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কিশোর কুমার গেয়েছিলেন ‘কোই লওটাদে মেরে বিতে হুয়ে দিন’কথায় বলে গানের কোনও বয়স হয় না। সময় চলে যায়, গান তার নিজের মতো মিষ্টি সুবাস ছড়াতে থাকে। স্মৃতির ঝাঁপি থেকে একে একে উঠে আসে পুরনো সেই গানের কথা। শিল্পী অমিত কুমার টাইম মেশিনে চড়ে শ্রোতাকে কখনও নিয়ে যাচ্ছেন সত্তরের দশকে, কখনও বা আশির দশকে।

amit kumar | newsfront.co

এবার নিজেরই এককালের সুপারহিট সব গানের কভার ভার্সান নিয়ে নতুন এক সিরিজ শুরু করেছেন শিল্পী।
ফেসবুক ফ্যান পেজে আসা অগণিত অনুরাগীর অনুরোধ থেকে বেছে নিচ্ছেন গান। নিজের গান এখন নতুন সঙ্গীত আয়োজনে আবার ফিরিয়ে আনছেন তিনি।

singer | newsfront.co

এই প্রসঙ্গে তিনি বলেন- “অনেক ভক্ত গানের রিকোয়েস্ট করে থাকেন। মঞ্চে পারফর্ম করা এখন দেড় বছর প্রায় বন্ধ। সবাই ডিজিটালি কিছু করছেন। তখনই মনে হল, নিজেরই গান যেগুলোর অনুরোধ আসে, সকলে শুনতে চান তার মধ্যে থেকে বেছে নিয়ে কিছু গান আবার নতুন করে রেকর্ড করে ফেলি। এখন নতুন সাউন্ডে শুনতে সকলেই এনজয় করছেন। প্রথমে করলাম ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’।

আরও পড়ুনঃ ফের বন্ধ শুটিং, অনিশ্চয়তার মুখে টলিপাড়া

তারপর ‘রোজ রোজ আঁখো তলে’। প্রথম গানটা ইউটিউবে অন মেরিট দু লাখ, পরেরটা এক লাখ ভিউয়ারশিপ রিচ করেছে। সঙ্গে গানের পিছনের কিছু গল্পও থাকে।”অমিত কুমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক ছুঁয়েছে। ২০১২-তে চ্যানেলটির পথ চলা শুরু। অরগানিকভাবে এই সাফল্যে স্বভাবতই খুশি শিল্পী।

এই চ্যানেলেই রিলিজ করল ‘শৈলাব’ ছবির হিট গান ‘মুঝকো ইয়ে জিন্দগি লাগতি হ্যাঁ আজনবি’। গানটি লিখেছিলেন জাভেদ আখতার। সুর বাপ্পী লাহিড়ীর। আদিত্য পাঞ্চালির জন্য গাওয়া এই গান খুবই জনপ্রিয় হয়েছিল সেই সময়।

আরও পড়ুনঃ বিশ্বের ৬৯তম মিস ইউনিভার্স অ্যান্ড্রিয়া মেজা

অমিত কুমার আরও জানান- “নিজের গানের পাশাপাশি আমার প্রিয় ওয়েস্টার্ন গানেরও একটা সিরিজ করেছিলাম।সেটাও খুব প্রশংসিত হয়েছিল।অনেকেই চাইতেন আমি ইংরেজি গান করি। সবই আনন্দ করে করি। নিজের সুরের গান তো আছেই। কুমার ব্রাদার্স মিউজিক থেকে আগামী দিনেও আমার সুরে আরও গাওয়া গান রিলিজ করবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here