উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বাংলায় বুথস্তরে সংগঠন না থাকলে শুধু হাওয়ায় চিড়ে ভিজবে না। নিউটাউনের পাঁচতারা হোটেলে এরাজ্যের শীর্ষ বিজেপি নেতৃত্বকে অকপট জানালেন অমিত শাহ। শনিবার সন্ধ্যেয় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে তাঁর বার্তা,’বাড়ি বাড়ি গিয়ে মেলাতে হবে ভোটার তালিকা। প্রতি বুথে চাই দেওয়াল লিখন।’
বাংলার ভোটই এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাখির চোখ। এই রাজ্যে এসে পড়ে থাকছেন জাতীয়স্তরের নেতারা। প্রতি মাসেই নিয়ম করে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও অমিত শাহ। ভোট পর্যন্ত যে আসা-যাওয়া বাড়তে থাকবে, এ দিনের বৈঠকে তাঁর ইঙ্গিত দিয়ে রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে ৩ দিনের জন্য ফের বঙ্গ সফরে আসতে পারেন জেপি নাড্ডা ও অমিত শাহ।
আরও পড়ুনঃ ক্ষুদিরামের বাংলায় অমিত শাহের ঠাঁই নাই- মেদিনীপুর জুড়ে পোস্টার ডিএসও’র
এ দিন সন্ধ্যেয় মুকুল রায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহাদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ। ওই বৈঠকে তৃণমূলস্তরে কর্মসূচি বেঁধে দিয়েছেন তিনি। শাহের নির্দেশ, ১৫ জানুয়ারির মধ্যে সব বুথে ৫টি করে দেওয়াল লিখন সারতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মেলাতে হবে ভোটার তালিকা। নবান্ন দখলের লড়াইয়ে বিজেপির পক্ষে হাওয়া থাকলেও তার উপরে নির্ভর করে শনিবার নির্বাচনী কৌশল নিয়ে বৈঠকে বিজেপি-র রাজ্য নেতৃত্বকে এমনই বার্তা দিয়ে গেলেন অমিত শাহ।
অমিতের নির্দেশ, আরও বেশি করে চালিয়ে যেতে হবে জনসংযোগ কর্মসূচি, যেতে হবে বাড়ি বাড়ি। বিজেপি সূত্রে খবর, রাজ্যে যে বিজেপির পক্ষে একটা হাওয়া তৈরি হয়েছে তা মেনে নিয়েছেন অমিত। কিন্তু সেই সঙ্গে সতর্ক করেছেন, মজবুত সংগঠন না থাকলে হাওয়া যতই থাক তা কাজে লাগানো যাবে না। মজবুত সংগঠনের পাশাপাশি, সংগঠন পরিচালনার জন্য সঠিক কৌশল মেনে চলার উপরও অমিত গুরুত্ব দিতে বলেছেন বৈঠকে উপস্থিত দলীয় নেতাদের। এদিনের বৈঠকে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে ছিলেন বাংলার দায়িত্ব থাকা ভিনরাজ্যের নেতারাও।
আরও পড়ুনঃ ‘ অমিত শাহ গো ব্যাক ‘ স্লোগানে উত্তাল বিশ্বভারতী
রাজনীতির হাওয়া সব সময় ঠিক কথা বলে না। পোড়খাওয়া রাজনীতিক অমিত সেটা ভালভাবেই জানেন। আর সেটাই অমিত স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত রাজ্য বিজেপির এক নেতা। বুথ স্তরের সংগঠনের উপরে জোর দেওয়ার কথা এই প্রথম নয়, আগেও বলেছেন অমিত। রাজ্য বিজেপি সূত্রে খবর, অমিতের নির্দেশে ইতিমধ্যেই বাংলার প্রতিটি বুথে কমিটি গড়া হচ্ছে।
চার-পাঁচটি বুথ নিয়ে গঠন করা হচ্ছে একটি করে ‘শক্তিকেন্দ্র’ও। এ ছাড়া বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচার কৌশল ঠিক করা হচ্ছে। শনিবার রাতে রাজারহাটের হোটেলে হওয়া বৈঠকে কোথায় কেমন কাজ হচ্ছে তার খোঁজ নেন অমিত। সে সব জানার পরেও আরও বেশি করে সংগঠনে জোর দেওয়ার কথাই বলেছেন। জানিয়েছেন ওই রাজ্য নেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584