‘ জলস্বপ্ন’ প্রকল্পের কাজ শুরু ফালাকাটায়

0
163

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দিন আগেই শিলান্যাস করেন ‘জলস্বপ্ন’ প্রকল্পের। সেই ‘জলস্বপ্ন’ প্রকল্পের কাজ শুরু হল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের জটেশ্বর ও ডালিমপুর এলাকায়।

pipe line | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দুই হাজার বাড়ি বাড়ি নলবাহিত পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে। প্রতিদিন সকাল দুপুর বিকেল এই তিন বার জল সরবরাহ হবে। গ্রামবাসী চম্পা বর্মণ জানান, “আগে খাওয়ার জন্য পানীয় জল অনেক দূর থেকে আনতে হতো এখন আর দূরে যেতে হবে না। আমাদের সময় ও পরিশ্রম অনেকটাই কম হবে।”

people working | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিষয়ে জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতে প্রধান সমরেশ পাল বলেন, “গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে ‘জলস্বপ্ন’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জটেশ্বর ও ডালিমপুর এলাকায় পাইপ লাইনের কাজ শুরু হয়েছে। সম্ভবত ব্লকের মধ্যে আমাদের অঞ্চলেই প্রথম এই ‘জলস্বপ্ন’ প্রকল্পের কাজ চালু হলো।”

আরও পড়ুনঃ দাসপুর, ডেবরায় শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করে তৃণমূল কর্মীদের বিক্ষোভ

এরজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরও বলেন, আমরা তিন হাজার বাড়িতে এই সুবিধা দিতে চেয়েছিলাম তার মধ্যে প্রথম পর্যায়ে দু হাজার বাড়িতে জল দেবার জন্য অনুমোদন এসেছে। পরবর্তী পর্যায়ে বাড়ি বাড়ি নলবাহিত পরিশ্রুত পানীয় জল দেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ নিউ জলপাইগুড়িতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিছিল তৃণমূল শ্রমিক সংগঠনের

আলিপুরদুয়ার জেলা জনস্বাস্থ্য ও কারিগরি (পিএইচই) দফতরের জেলা আধিকারিক সুব্রত ধর বলেন, “সম্প্রতি রাজ্য সরকার ‘জলস্বপ্ন’ বলে একটি প্রকল্প শুরু করেছে। সেই প্রকল্পে মধ্যে গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে যাবে।

‘জলস্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে প্ৰথম পর্যায়ে ফালাকাটা ব্লকের ডালিমপুর ও জটেশ্বরের দু’হাজার বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবার কাজ শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এই কাজ শেষ হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here