সোনার বাংলা গড়তে সাহায্য করুন-পদ হারানো রাহুলকে নির্দেশ শাহর

0
152

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

এক মাস হতে চলল বিজেপিতে রাহুল সিনহার কেন্দ্রীয় সম্পাদকের পদ কেড়ে সদ্য তৃণমূল থেকে দলে আসা অনুপম হাজরাকে দেওয়া হয়েছে। তা নিয়ে রাহুল সিনহার ক্ষোভ ও দুঃখের শেষ নেই। এরই মধ্যে একবার দিল্লিতে গিয়ে নিজের ক্ষোভ ও দুঃখের কথা জানিয়ে এসে ছিলেন।

amit shah | newsfront.co
অমিতের কাছে পদের জন্য দরবার রাহুলের। নিজস্ব চিত্র

কিন্ত কোনো লাভ হয়নি তাঁর। এবার দুদিনের সফরে অমিত শাহকে নিজের রাজ্যে পেতেই একান্তই দেখা করলেন রাহুল সিনহা। পদ্ম–পদে ফিরতে মরিয়া। খুব নম্র ভাবে ও হাসিমুখে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের ক্ষোভের কথাই বলেছেন রাহুল সিনহা বলে জানা গেছে।

আরও পড়ুনঃ বাংলায় ক্ষমতায় এলে সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে হেঁয়ালি অমিতের

তিনি বলেছিলেন, আগামী ভবিষ্যৎ কয়েক দিনের মধ্যেই ভাববেন। নিজেকে সরিয়ে নিয়েছিলেন সভা–সমাবেশ এবং আন্দোলন থেকে। কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বিস্ফোরক মন্তব্য করে বলেছিলেন, ‘৪০ বছর বিজেপি’র সেবা করেছি। তারপর এটাই প্রাপ্য ছিল। তৃণমূল থেকে আসা নেতা–কর্মীদের বেশি গুরুত্ত্ব দেওয়া হচ্ছে। আর যাঁরা সারাজীবন বিজেপি করল তাঁরা আজ ব্রাত্য। হ্যাঁ, এরকমই বলেছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। এতকিছু বলার পর তাঁকে দেখা গেল পদ পেতে লালায়িত হয়ে অমিত শাহের সঙ্গে আলাদা বৈঠক করছেন।

আরও পড়ুনঃ বাধা দিলেই বিজেপির বন্ধু দাবি সেলিমের

দু’দিনের সফরে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখনই দেখা গেল, প্রবল তৎপর হয়ে উঠলেন রাহুল সিনহা। সর্বত্র তাঁকে দেখা গেল সশরীরে। যেখানেই অমিত শাহ সেখানেই রাহুল সিনহা। অবশেষে দু’দিন শেষে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসলেন। সূত্রের খবর, সেখানে নিজের ক্ষোভের কথাই তিনি বলেছেন, তবে খুব নম্রভাবে ও হাসি মুখে। রাজ্যে আন্দোলন সক্রিয় করে তুলতে হলে তাঁকে একটা ভাল জায়গা দেওয়া হোক। কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ায় বাংলার রাজনীতিতে তিনি কোণঠাসা হয়ে পড়ছেন। আপনি একটা কিছু করুন।

আরও পড়ুনঃ মধ্যাহ্নভোজন নিয়ে শাহকে বিঁধলেন অভিষেক

তবে রাহুল সিনহাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এখানে বিভাজন এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্খা রাখলে চলবে না। বিজেপি বাংলার ক্ষমতায় এলে সবাইকেই দেখবে। এখন পাঁচ মাস পরিশ্রম করুন তাহলে পঞ্চাশ বছর রাজত্ব করতে পারবেন। সোনার বাংলা গড়তে সাহায্য করুন। এই কথাগুলি দলের ভেতরে যেমন বলেছেন, তেমন রাহুল সিনহাকেও বলেছেন বলে সূত্রের দাবি। যদিও এই বিষয়ে কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খোলেননি। এখন দেখার দিল্লি ফিরে গিয়ে অমিত শাহ কোনও পদক্ষেপ করেন কিনা রাহুল সিনহার জন্য।

নিউটাউন পাঁচতারা হোটেলে অমিত শাহের সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহাকে অমিত শাহের সঙ্গে সামনের চেয়ারে বসতে দেখা গেছে। রাহুল সিনহার কোনো বক্তব্য চেষ্টা করে পাওয়া যায়নি। তবে দলে তাঁর যে একটা সম্মানজনক অবস্থান হচ্ছে এবিষয়ে কোনো সন্দেহ নেই বলে কেন্দ্রীয় বিজেপি সূত্রে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here