বলিউডের দৈনিক মজুরির শ্রমিকদের রেশন প্রদানের ঘোষণা অমিতাভের

0
68

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

বাদশার পর মাঠে নামলেন শাহেনশা। লকডাউনের জেরে কর্মহীন হয়ে যাদের উপার্জন বন্ধ রয়েছে বলিউডে কাজ করা সেইরকম ১ লক্ষ্য দৈনিক মজুরদের সাহায্যার্থে এক মাসের রেশন বিলি করার ঘোষণা করলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।

Amitabh Bachchan | newsfront.co
ফাইল চিত্র

সিনেমা সমালোচক কোমল নাহতা টুইট করে জানান,”তিনি খাড়া হয়ে দাড়ালেন! অমিতাভ বচ্চন মাতৃ সংগঠন ‘অল ইন্ডিয়া ফিল্ম এম্প্লয়িস কনফেডারেশন’ এর ১ লক্ষ সদস্যকে একমাসের রেশন বিতরণ করবেন । সংস্থার কর্ণধার অশোক দুবে খবরটি নিশ্চিত করেছেন।”

আরও পড়ুনঃ দেশের সংকটে এবার মানুষের পাশে দাঁড়ালেন কিং খান

উল্লেখ্য দেশের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার ওপর কারোনার প্রকোপে লকডাউনের ফলে দেশ জুড়ে হাহাকার অবস্থায় দিনমজুর, শ্রমিক, খেটে খাওয়া মানুষদের। এই অবস্থায় সালমান খান,অক্ষয় কুমার সহ বলিউডের ও দক্ষিণী ফিল্মের বাহুবলী সহ একাধিক তারকা পাশে দাঁড়িয়েছেন সাধারন মানুষের এবং সরকারের।

বলিউড বাদশাহ শাহরুখ খান আগেই মহারাষ্ট্র ,পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের পাশে থাকার পাশাপাশি কেন্দ্র সরকারের সাথে করোনা মোকাবেলায় তার তিনটি সংস্থা মীর ফাউন্ডেশন, রেড চিল্লিস এবং নাইট রাইডার্স যৌথভাবে কাজ করবে বিস্তারিত বিবৃতিতে জানিয়েছেন। এবং মুম্বাই তার চারতলা অফিস শিশু ও নারী এবং বৃদ্ধদের করোনা চিকিৎসার জন্য ছেড়ে দেবার কথাও জানিয়েছেন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here