পান মশলার বিজ্ঞাপন কেন করেন বিগ বি? অনুরাগীর প্রশ্নের জবাব দিলেন অভিনেতা

0
82

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

তামাক, গুটখা, ধূমপানের মতোই ক্ষতিকারক পান মশলা। যার নেশায় বুঁদ হয়ে থাকেন দেশের লক্ষ লক্ষ মানুষ। তবে ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’, পর্দায় তামাক, গুটখা ও ধূমপানের দৃশ্যে স্ক্রিনের এক কোণে ভেসে ওঠে এই সতর্কবার্তা। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন কিনা নিজেই পান মশলার বিজ্ঞাপন করছেন! কেন করছেন বিগ বি এই ধরণের বিজ্ঞাপন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক প্রশ্ন ছুঁড়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের এক অনুরাগী। চুপ করে থাকেননি কিংবদন্তিও।

Amitabh Bachchan
ছবি সৌজন্যে: হিন্দুস্তান টাইমস

সোশ্যাল মিডিয়ায় সুপারস্টারের এক ভক্ত প্রশ্ন করেন, “আপনি পান মশলার বিজ্ঞাপন কেন করছেন? আপনি তো নিজেই সকলের আদর্শ? তাহলে আপনার আর অন্যদের মধ্যে তো কোনও পার্থক্যই রইল না!”

অনুরাগীর এই প্রশ্নের জবাবে বিগ বি লিখেছেন, “আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কারোর পাশে দাঁড়ালে যদি তাঁর ব্যবসার ভালো হয়, তাহলে সেই সময় আমি কেন সঙ্গ দিচ্ছি, সেটা ভাবতে নেই। আর হ্যাঁ, ব্যবসার দিক থেকে দেখলে নিজের ব্যবসাটাও দেখতে হবে। এই বিজ্ঞাপনের জন্য আমি টাকা পাচ্ছি, এটা থেকেই আমি উপার্জন করি। তবে আপনার যদি মনে হয় আমার এই বিজ্ঞাপনটি করা ঠিক হচ্ছে না, তাহলে বলব আমি একা নই, আমাদের ইন্ডাস্ট্রির আরও অনেকেই কিন্তু এইধরনের বিজ্ঞাপনে কাজ করছেন।”

আরও পড়ুনঃ অবশেষে মুখ খুললেন নুসরত, জানালেন ঈশানের বাবার নাম

উল্লেখ্য, শাহরুখ খান, অজয় দেবগণ-এর মতো বলিউডের প্রথম সারির অভিনেতাদেরও পান মশলার বিজ্ঞাপন করতে দেখা যায়। কেন তাঁরা এই বিজ্ঞাপনে কাজ করছেন, সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত নেটিজেনদের কোনও প্রশ্ন তুলতে দেখা যায়নি।।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here