মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা ভাইরাসের জেরে নাজেহাল গোটা বিশ্ব। ভারতেও ধীরে ধীরে বড় আকার ধারণ করছে এই মারণ ভাইরাস। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। যতদিন যাচ্ছে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি প্রত্যেকটি মানুষ।
করোনা সংক্রমণ রুখতে বন্ধ বলিউড, টলিউডের শুটিংও। তারকারা স্বেচ্ছায় গৃহবন্দি হয়েছেন। বাড়ি থেকে না বেরালোও থেমে থাকেননি তারা। ঘরে বসেই ভিডিও কলের সাহায্যে এবার একটা শর্টফিল্ম বানিয়ে ফেললেন অভিনেতা অভিনেত্রীরা।
সম্প্রতি সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন বিগবি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রোদ চশমা হারিয়ে ফেলেছেন। সেটাই খুঁজছেন অমিতাভ। বিগ বি-র সেই চশমা খুঁজতে একে একে হাজির হন দলজিত সিং দোসাঞ্জ, রণবীর কাপুর, আলিয়া ভাট, প্রসেনজিত চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা।
আরও পড়ুনঃ ওয়েস্ট বেঙ্গল আর্টিস্টস ফোরামের মানবিক আবেদন
কিন্তু অমিতাভ বচ্চন বাড়িতে থাকা স্বত্ত্বেও রোদ চশমা খুঁজছেন কেন? প্রিয়াঙ্কা এই প্রশ্ন করতেই তিনি বলেন এই লকডাউনের সময় সবার ঘরে থাকা উচিত। বিষয়টা এখানেই থেমে থাকে না।
এই ভিডিও কলের সাহায্যে তারকারা যে শর্টফিল্মটি বানিয়েছেন, সেটি আসলে দেশের এই দুর্দিনে মানুষকে একটি বার্তা দেয়। এই ভিডিওটির মাধ্যমে বিগ বি বলেন, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে ঘরে থাকতে হবে সবাইকে। লকডাউনের জেরে দেশের দৈনিক রোজগেরে শ্রমিকরা যেভাবে অসুবিধার মধ্যে পড়েছেন, এবার তাঁদের সাহায্য করার বার্তাও দেন বিগ বি।
বিভিন্ন সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়েই দৈনিক রোজগেরে শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা। তাই এবার গোটা দেশের মানুষও যে যাঁর সাধ্যমতো এইসব মানুষের পাশে দাঁড়ান বলেও আহ্বান করেন বিগ বি। পাশাপাশি দেশের এহেন সঙ্কটে একতার বার্তাও দেন বিগ বি। ভিডিও কলের মাধ্যমে তারকাদের এই বার্তা সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584