ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ঘূর্ণিঝড় আফফানকে আয়লার থেকেও ভয়ঙ্কর আখ্যা দিল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে জানানো হয় যে ভারতে অবস্থিত রাষ্ট্রসঙ্ঘের দল জানিয়েছে আমফানের ফলে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। সাইক্লোন আয়লা’র থেকেও ভয়ঙ্কর ছিল এই আমফান।
Up to 500,000 families may have lost their homes across India and Bangladesh as a result of #CycloneAmphan. @UNOCHA & humanitarian partners are on the ground to assess the situation and provide support. https://t.co/rstlxd3HOn
— United Nations (@UN) May 22, 2020
২০০৯ সালে আয়লার তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবন এলাকা। তখন সেই স্লাইকোনের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০-১১৫ কিলোমিটার। কিন্তু এবারের আফফান সাম্প্রতিক সব রেকর্ড ভেঙে দিয়ে ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে বয়ে যায় বলে জানা গেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। কলকাতায় এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটার। এখনও পর্যন্ত আমফানে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৮০। বাংলাদেশ ২৫।
“This is a double whammy. We’re dealing with the cyclone and we’re also dealing with the lockdown and exposure to COVID-19" – @rraganwfp, WFP Representative and Country Director for Bangladesh
🎦 Here's more about WFP's emergency response to #AmphanCyclone 👇 pic.twitter.com/1kebhVTjF7
— World Food Programme (@WFP) May 22, 2020
রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে আরও জানানো হয়েছে ভারত ও বাংলাদেশ মিলে আমফানে ৫ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে। বাংলাদেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটি মানুষ।
ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা সফরে এসে পরিস্থিতি খতিয়ে দেখে এক হাজার কোটি টাকা অনুদান হিসেবে ঘোষণা করেছেন। মৃতের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। অন্যদিকে রাজ্য সরকারের তরফে আগে থেকেই মৃতের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584