নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
আমপানের ঝড়ে বিদ্যুৎ পরিষেবা লন্ডভন্ড হয়ে যাওয়ায় এখনও অনেক জায়গাতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকায় তাই বিদ্যুৎ সচল করতে ৩৫ জনের একটি বিদ্যুৎ কর্মীর দল রায়গঞ্জ থেকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রওনা দিল রবিবার সকালে।
ঝড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ -এর খুঁটি, বড়ো বড়ো গাছ উপড়ে গিয়েছে। বিদ্যুৎ কর্মীরা জানিয়েছে, করোনার মধ্যে তাদের বাইরে যেতে ভয় করলেও কিন্তু কোন উপায় নেই তাদের।
আরও পড়ুনঃ শিলিগুড়ি মহকুমার মাদাতি থেকে চুরি যাওয়া ট্রাক উদ্ধার বিহারে
বারাসাতে যেসব জায়গায় বিদ্যুৎ পরিষেবা এখনো সচল হয়নি সেসব জায়গায় গিয়ে তারা কাজ করে বিদ্যুৎ পরিষেবা সচল করবেন। এর আগেও রায়গঞ্জ থেকে একটি ২০ জনের দল পাঠানো হয়েছিল। বারাসাতের যেসব জায়গায় বিদ্যুৎ পরিষেবা খারাপ রয়েছে সেই সব জায়গায় বিদ্যুৎ সচল করার জন্যই তাদের রায়গঞ্জ থেকে পাঠানো হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584