নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
খাদ্য সামগ্রী পাওয়ার কুপন না পেয়ে এবার বিক্ষোভে শামিল হলেন পরিযায়ী শ্রমিকরা। বুধবার মালদহের মানিকচকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। মঙ্গলবার দুপুরে মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকায় শতাধিক পরিযায়ী শ্রমিক পঞ্চায়েত ভবনের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, বিগত বেশ কিছু দিন ধরে খাদ্য শস্যের কুপনের জন্য তাঁদের ঘোরাচ্ছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। তালিকায় নাম থাকা পরিযায়ী শ্রমিকদের কুপন বিলি করতে টালবাহানা করছে পঞ্চায়েত। পঞ্চায়েতের থেকে কুপন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। এজন্যই এই বিক্ষোভ।
আরও পড়ুনঃ অস্ত্র সহ ২ ব্যক্তিকে গ্রেফতার
প্রায় ১ ঘন্টা বিক্ষোভ কর্মসূচি করার পর প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনা সম্পর্কে মানিকচক গ্রাম পঞ্চায়েত প্রধান বিউটি মন্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি।
আরও পড়ুনঃ পাইপে ধাক্কা মেরে দোকানে ঢুকে পড়ল মারুতি ভ্যান
অন্যদিকে, মানিকচক ব্লক বিডিও সুরজিৎ পন্ডিত ফোনে জানান, ‘মানিকচক প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে, পঞ্চায়েতের সমস্ত কর্মীদের নিয়ে খুব তাড়াতাড়ি যাতে কুপনগুলি পরিযায়ী শ্রমিকদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584