নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে গভীর রাতে মারা গেল অসুস্থ হস্তিশাবক। তা ঘিরে শোকের পরিবেশ তৈরি হয়েছে পার্কের মধ্যে। এর আগের ফাল্গুন মাসে একটি হস্তিশাবক এসেছিল। তার নাম দেওয়া হয়েছিল ফাল্গুনী।
পরবর্তী কালে সেই ফাল্গুনীকে কুনকি হাতি বানানোর জন্য উত্তরবঙ্গে পাঠানো হয়। কিন্তু এবারেও ফাল্গুন মাসে এলেও বাঁচানো গেল না অসুস্থ হস্তিশাবকটিকে।
ঝাড়গ্রাম জেলার প্রাণী সম্পদ বিকাশ দফতরের উপ-অধিকর্তা চঞ্চল দত্ত এবং পশু চিকিৎসক সুলতা মণ্ডলের নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। একাধিক স্যালাইন চালানো হলেও কোন সাড়া দেয়নি হস্তিশাবকটি।
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারে বাইক-মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩
ঝাড়গ্রামের ডিএফও তথা পার্কের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা বাসবরাজ এস হোলেইচ্চি বলেন,‘জণ্ডিস হয়েছিল হস্তিশাবকটির। শেষ মুহূর্তে এখানে আসার ফলে বাঁচানো সম্ভবপর হয়নি। সোমবার রাতে মারা গিয়েছে হস্তিশাবকটি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584