করোনা পরিস্থিতিতে ঘরে বসেই সারা যাবে গঙ্গাসাগরের স্নান, প্রসাদ পৌঁছাবে কুরিয়ারে

0
100

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনাঃ

আলিপুর নব প্রশাসনিক ভবনে গঙ্গাসাগর মেলা নিয়ে এক অনুষ্ঠান আয়োজিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলাশাসক পি.উল্গানাথন, জেলা সভাধিপতি শামীমা শেখ এবং জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায়।

ganga prasad | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

পি.উল্গানাথন জানান, নতুন বছরে ১০ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা ও কপিলমুনি মন্দিরের পুজো সরাসরি সম্প্রচার করা হবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ গঙ্গাসাগর মেলার নিজস্ব ওয়েবসাইটে।তিনি আরো জানান, এবারের মেলায় পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ করা হবে।

ptms | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

আরও পড়ুনঃ অবিভক্ত মেদিনীপুরে মোট ৩৫টি আসনই জিতবে বিজেপি! কাঁথিতে রণহুংকার শুভেন্দু’র

কোথাও বেশি ভিড় হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা জেলা প্রশাসনের কাছে জিপিএস পদ্ধতির মাধ্যমে জানা যাবে। প্রতিটি ভেসেলে জিপিএস পদ্ধতি চালু থাকবে। এবারে কোভিড অতিমারির জন্য কোভিড ওয়াচ পোর্টাল থাকছে। প্রথমে সবাইকে থার্মাল স্ক্রীনিং করে রিস্টওয়াচ দেওয়া হবে।

আরও পড়ুনঃ কাঁথি এলাকা একটাই পরিবার আর সেই পরিবারের কর্ণধার অধিকারী পরিবারঃ কনিষ্ক পন্ডা

যদি কোনো উপসর্গ থাকে সঙ্গে সঙ্গে তার অ্যান্টিজেন পরীক্ষা করা হবে এবং প্রতিমুহূর্তের ডেটা আপডেট করা হবে পোর্টালে।এরকম দশটি মেডিকেল থার্মাল স্ক্রীনিং ক্যাম্প থাকছে। এছাড়াও হাজারটি সিসিটিভি ক্যামেরা এবং ২৫টি ড্রোন-এর সাহায্যে মেলার উপরে সর্বক্ষণ নজরদারি থাকবে।

গত বারের মতো এবারেও ই-স্নানের ব্যবস্থা থাকছে। ১৫০ টাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিঁদুর, প্রসাদ ও গঙ্গার জল স্নানের জন্য বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here