সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার রাধাকান্তপুর গ্রামের লালটু শেখের ভাই সাইদুল ইসলাম সরকারের (৪৬) ‘ও’ পজিটিভ (০+) রক্ত প্রয়োজন হয়। ভাইকে নার্সিংহোমে ভর্তি রেখে রক্তের সন্ধানে ছোটাছুটি শুরু করেন লাল্টু সেখ।
যখন তিনি কোনো ভাবেই রক্ত জোগাড় করে উঠতে পারলেন না, সেইসময় সে লোকমুখে শুনে ছুটে যান ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীর কাছে। এরপর সব বিষয় খুলে বলেন এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীকে। সব কথা শুনে তাকে আশ্বস্ত করে এসডিপিও বলেন আমি রক্তের ব্যবস্থা করে দিচ্ছি আপনি চিন্তা করবেন না বলে শান্তও করেন।
এরপরে এসডিপিও খোঁজ করা শুরু করেন কারো সঙ্গে রক্তের গ্রুপ মিলে কি না, তখন এক মিডিয়ার সাংবাদিক আলী হোসেনের কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে সেই সাংবাদিককে ফোন করে এসডিপিও বলেন যে, আপনি হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে ওই রোগীর জীবন বাঁচান। এই কথা শুনে সাংবাদিক আলী হোসেনও আর দেরি না করে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে রক্তদান করেন ওই ব্যক্তিকে।
আরও পড়ুনঃ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর ইস্যুতে বেরল না রফাসূত্র, ভেস্তে গেল সেনাস্তরীয় বৈঠক
এই সহযোগিতা পেয়ে ভাইয়ের জন্য রক্ত পেয়ে লালটু শেখ ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী সহ সাংবাদিক আলী হোসেনকে বিশেষ ধন্যবাদ জানান।
শুধু সাংবাদিকতার কাজ নয় মানুষের জীবন বাঁচানোও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে বলে জানান রক্তদাতা সাংবাদিক আলী হোসেন। তিনি আরো বলেন যে, “হঠাৎ একটা ফোন আসে এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীর কাছ থেকে তখন তিনি সব খুলে বললে আমি আর দেরি না করে রক্ত দিতে পৌঁছে যান।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584