শ্যামল রায়, নবদ্বীপঃ
নবদ্বীপ শহরে ফের করোনা আক্রান্তের ঘটনা ঘটল। এবার করোনায় আক্রান্ত হলেন এক বয়স্ক ব্যক্তি। শুক্রবার ওই ব্যক্তিকে কল্যাণী কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকাটি কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এলাকা বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। বসেছে পুলিশ পিকেট। এদিন এলাকাটি জীবাণুমুক্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে। এই নিয়ে নবদ্বীপে তিনজনের করোনা পজেটিভ ধরা পড়ল। যদিও বাবলারি নিত্যানন্দপুরের এক মহিলা এবং নবদ্বীপ পুর এলাকার তেঘরিপাড়া কালিতলা রোডের এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।
আরও পড়ুনঃ বর্ণ বিদ্বেষী পাঠ! বর্ধমানে বরখাস্ত দুই শিক্ষিকা
নবদ্বীপ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানান, ‘ওই ব্যক্তি নবদ্বীপ চৈতন্য কো-অপারেটিভ ব্যাঙ্কের কর্মচারী। হৃদরোগে আক্রান্ত হলে কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে পরীক্ষা করার পর করোনা পজিটিভ ধরা পড়েছে। বাড়ির সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং এলাকাটি কীটনাশক মুক্ত করা হয়েছে। এলাকাটি কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এলাকার ঘরবন্দি মানুষদের পুলিশ খাবারের ব্যবস্থা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ রয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রশাসন ও পুলিশের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584