মোহনা বিশ্বাস, কলকাতাঃ
রবিবার সকালে মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাতটা নাগাদ। জানা গেছে, বিকট শব্দ পেয়ে প্রত্যক্ষদর্শীরা ছুটে যান এবং মিলন মেলা গেটের সামনে ওই প্রৌঢ়কে পড়ে থাকতে দেখেন তাঁরা।

এরপর তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীরা ওই প্রৌঢ়কে উদ্ধার করে শহরের এক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে এদিন মা উড়ালপুল থেকে ঝাঁপ দিলেন ওই প্রৌঢ়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে প্রগতি ময়দান থানার পুলিশ।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রণব কুন্ডু, বয়স ৫৮। বাড়ি লেকটাউনের শ্রীভূমি এলাকায়। রবিবার সকাল সাতটা নাগাদ বাইকে চড়ে মা উড়ালপুলে ওঠেন প্রণব কুণ্ডু। এরপরই মিলন মেলা গেটের সামনে মা উড়ালপুল থেকে ঝাঁপ দেন ওই প্রৌঢ়।
আরও পড়ুনঃ স্টুডেন্ট ও কৃষক ক্রেডিট কার্ডে ঋণ দিতে অনীহা, ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে নবান্ন
প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রথমে তাঁরা একটি শব্দ শুনতে পেয়েছিলেন। পরে বিষয়টি দেখতে গিয়ে মা উড়ালপুলের নীচে মিলন মেলা গেটের সামনে প্রণবের দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপরই ওই প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রণব কুণ্ডুকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে যোগী রাজ্যে আক্রমণের মুখে সিআইডি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। তাঁর পকেট থেকে উদ্ধার হয় পরিচয়পত্র। সেখান থেকেই তাঁর নাম ও বাড়ির ঠিকানা জানা যায়। তবে কী কারণে ওই প্রৌঢ় উড়ালপুল থেকে ঝাঁপ দিলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মা উড়ালপুলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584