নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এক ব্লাড ডোনেশন ক্যাম্প সংঘটিত হল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে। মোট ২৪ জন রক্তদাতা এদিন রক্তদান করেছেন বলে জানা গিয়েছে। নিজের জন্মদিন উপলক্ষে সকল রক্তদাতাদের টিফিন এবং একটি করে পেয়ারা গাছের চারা তুলে দেন পদার্থবিদ্যার শিক্ষক পার্থ প্রতিম সামন্ত।
শিক্ষক-ছাত্র ,ব্যবসায়ী, সরকারি কর্মচারী সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে আসেন এদিনের রক্তদানে। রক্তদাতা দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর শাখার সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘড়া সহ বিশিষ্ট জনেরা।
আরও পড়ুনঃ খোলা হচ্ছে দিঘার বৃহৎ মৎস্য নিলাম কেন্দ্র
ব্লাড ব্যাংকের আধিকারিক বৃন্দ এবং সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন এদিন। এই রক্তদান ভারতের সীমান্ত রক্ষা বাহিনী শহীদ জওয়ানদের আত্ম বলিদান এবং এই মহামারীতে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে বলে জানান উদ্যোক্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584