ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত সুন্দরবনে ত্রাণ পৌঁছে দিল এক প্রবাসী বাঙালি সংস্থা

0
58

মোহনা বিশ্বাস, দক্ষিণ চব্বিশ পরগনাঃ

ঘূর্ণিঝড় বিপর্যস্ত সুন্দরবনে ত্রাণ পৌঁছে দিল প্রবাসী বাঙালি সংস্থা। গত ২০ মে পশ্চিমবঙ্গ উপকূলে ১৬০ কিমি বেগে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় আমপান। ভয়াবহ সেই ঘূর্ণিঝড়ের জেরে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার বেশ কয়েকটি গ্রাম। প্রবল ঝড়ের দাপটে ভেঙে গিয়েছে ঘরবাড়ি। উপড়ে গিয়েছে বহু গাছ। গৃহহীন অবস্থায় রয়েছেন বহু মানুষ।

relief | newsfront.co
নিজস্ব চিত্র

আমপানের তাণ্ডবে মাতলা নদীর বাঁধ ভেঙে সুন্দরবনের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামে ঢুকে পড়েছে নোনাজল। সেই নোনাজলে ক্ষতি করেছে চাষের জমি। সব মিলিয়ে আজ সর্বহারা সুন্দরবাসী। দানবরূপী ঘূর্ণিঝড় আমপান সবকিছু কেড়ে নিয়েছে সুন্দরবনের কাছ থেকে। এবার সুন্দরবনের নিঃস্ব হয়ে যাওয়া সেই সকল গ্রামবাসীদের সাহায্য করতে এগিয়ে এল আমেরিকার প্রবাসী বাঙালি সংস্থা ‘বে এরিয়া প্রবাসী’।

আরও পড়ুনঃ বুধবার থেকে কলকাতায় ৮০০ সরকারি বাস

এই সংস্থার উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার কাঁকিনাড়া থেকে চার প্রতিনিধি দল দুর্গম পথ পেরিয়ে পৌঁছোয় দক্ষিণ চব্বিশ পরগনার দেউলবাড়ী, চন্দনপিঁড়ি, বকখালি গ্রামে। চিঁড়ে, মুড়ি, বিস্কুট, সাবান, মশারি সহ আরও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন অসহায় গ্রামবাসীদের হাতে।

এছাড়াও আগামী দিনে এই সমস্ত গ্রামের অসহায় মানুষের জন্য প্রচুর পরিমাণে পানীয় জল ও শিশুদের দুধের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে এই সংস্থার তরফ থেকে। এই কঠিন সময়ে এই প্রবাসী বাঙালি সংস্থার কাছ থেকে এহেন সাহায্য পেয়ে খুশি গ্রামবাসীরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here