নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দেশ জুড়ে চলছে লকডাউন। আর এর পাশাপাশি করোনা ভাইরাস মোকাবিলায় চলছে সরকারি স্তরে সচেতনতার নানা প্রচার। কিন্তু অনেকেরই তা মানার নাম নেই। বরং তারা রাস্তায় বেরিয়ে লকডাউন ভঙ্গ করছে।
তাই এইসব অবুঝ মানুষকে বোঝাতে এবং নাগরিকদের সচেতন করতে এক ভিন্ন পথ নিল আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা। তাই শুক্রবার রাতে আলিপুরদুয়ার শহরের গুরুত্বপূর্ণ রাস্তা তথা (১১ হাত কালি বাড়ি) এলাকায় শিল্পীদের দিয়ে ছবি অঙ্কন করা হয়। এদিন রাস্তা জুড়ে ছবি আঁকেন শিল্পীরা, এবং তাতে লেখা হচ্ছে সতর্কতার নানা বার্তাও।
আরও পড়ুনঃ কর্মরত পুলিশ কর্মীদের বিশুদ্ধ পানীয় জল বিতরণ
যদিও এ বিষয়ে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সম্পাদক কৌশিক দে জানান, “মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে অঙ্কন করা হচ্ছে। পাশাপাশি করোনা ভাইরাসের বিরুদ্ধে শিল্পীদের দ্বারা বিভিন্ন ধরনের সচেতনতা মূলক বার্তা দেওয়া হচ্ছে। এছাড়া লকডাউন চলাকালীন আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব অনেক মানুষ পালন করছেন না। তাই তাদেরকে আরও সজাগ করে তুলতেই এই অভিনব উদ্যোগ”।
এছাড়াও তিনি আরও বলেন, “শহরের আরও অনেক যায়গায় সচেতনতার বার্তা অঙ্কন করা হবে। যাতে এই বার্তার মাধ্যমে আগামী দিনে পৃথিবীকে করোনা মুক্ত করতে পারি।”
এদিন এলাকায় অঙ্কন করেন সন্দীপ লোহার। এর পাশাপাশি সন্দীপ বাবুকে সহযোগিতা করেন সন্তু দে, নবনীতা ঘোষ, সোমা দে, নয়ন দেবনাথ ও সম্পাদক কৌশিক দে প্রমুখ। আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584