নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
প্রায় তিন মাস লকডাউন থাকার কারণে ভাটা পড়েছে নাট্যজগতে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল শিল্পকৃতি নাট্য সংস্থার উদ্যোগে নাট্য কর্মীদের কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়। দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। পাশাপাশি লাদাখে বীর শহিদ দের শ্রদ্ধা জ্ঞাপনও করা হয়।
এদিন আমপানের তাণ্ডবে যে সমস্ত গাছ নষ্ট হয়েছে, সেই সব গাছের চারা একটি করে দেওয়া হয়, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। দীর্ঘদিন লকডাউন থাকার ফলে যে সমস্ত নাট্যসংস্থা গুলো রয়েছে তারা অসহায় হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ বীর শহীদ সেনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর
তাই তাদের এবার সাহায্যের জন্য এগিয়ে এল মহিষাদল শিল্পকৃতি নাট্য সংস্থা। এতে খুশি নাট্য সংস্থা এবং এলাকার মানুষ। উপস্থিত ছিলেন মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, সহ-সভাপতি তিলক চক্রবর্তী, প্রমুখ ব্যক্তিবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584