নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে মঙ্গলবার রায়গঞ্জ পুরসভার সাফাইকর্মীদের হাতে ১০০ মিলিলিটারের স্যানিটাইজার বোতল তুলে দেওয়া হল। করোনা আতঙ্কের সময় নিজেদের জীবনকে তুচ্ছ করে সাফাইকর্মীরা শহর পরিস্কার করার কাজ করে চলেছেন প্রতিদিন। তাই তাদের সুরক্ষার কথা চিন্তা করে নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের সদস্যরা এদিন মোট ৫৫০ বোতল স্যানিটাইজার বিলি করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার স্যানিটাইজ অফিসার সুদেব চন্দ্র দাস, রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের সম্পাদক শুভ্রজ্যোতি বিশ্বাস, সহ সম্পাদক বিশ্বদীপ চক্রবর্তী সহ প্রতিষ্ঠানের সদস্যরা।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী নিয়ে আসা সরকারি বাসগুলি স্যানিটাইজ হলো রায়গঞ্জে
নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের সহ সম্পাদক বিশ্বদীপ চক্রবর্তী বলেন,’ কোভিড ১৯ ভাইরাসের মোকাবিলায় এর আগেও কলেজপাড়া, দেবীনগর, এফ সি আই বাজার, উত্তর দিনাজপুর প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রমে স্যানিটাইজার দিয়েছে আমাদের সংগঠন। এদিন শহরের সমাজবন্ধু সমস্ত সাফাই কর্মীদের কথা চিন্তা করে তাদের হাতে স্যানিটাইজার তুলে দেওয়া হল। আগামী দিনেও করোনা মোকাবিলায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের সেবামুলক কাজ চলতে থাকবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584