নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের মোরগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। আহত হয়েছেন এক কিশোরীও। জানা গেছে, মৃত ওই গৃহবধূর নাম সঞ্চিতা মন্ডল (৩৫)। বাড়ি সাগরদীঘির কৈয়ড় গ্রামে। ঘটনাটি ঘটেছে ৩৪ নং জাতীয় সড়কে মোরগ্রামের কাছে।
জানা যায় যে, গতকাল সন্ধ্যায় সঞ্চিতা মন্ডল তাঁর স্বামীর সঙ্গে মোটর সাইকেল করে তাদের বড়ো মেয়ের বাড়িতে একটা অনুষ্ঠানে যাচ্ছিল, সঙ্গে ছিল তাদের ছোটো মেয়ে। ৩৪ নং জাতীয় সড়কে মোরগ্রামের কাছে হঠাৎ একটি লরি এসে মোটর সাইকেলের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনজন মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায় এবং সঞ্চিতা মন্ডল লরির চাকায় পিষ্ট হয়ে যায়। মৃত ওই গৃহবধূর স্বামী জানিয়েছেন, তার সেরম চোট না লাগলেও ছোটো মেয়েটি মাথায় হালকা আঘাত পায়।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ফের অনাস্থা, অপসারণ করা হল ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে
স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সঞ্চিতা মন্ডলকে মৃত বলে ঘোষনা করেন কর্মরত চিকিৎসক। এরপর পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়।তবে ঘাতক লরিটি পলাতক। পুলিশ জানিয়েছে ঘাতক লরিটির সন্ধান চালানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584