আট দিনের লড়াই শেষ, ঋষভ হারা শ্রীরামপুর

0
240

মোহনা বিশ্বাস, হুগলীঃ

স্তব্ধ শ্রীরামপুর। শোকের ছায়া শ্রীরামপুরে। এলাকায় বন্ধ দোকানপাটও। ১৪ ফেব্রুয়ারি পোলবার পুলকার দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিল ঋষভ ও দিব্যাংশু। কলকাতার এসএসকেএম-এ ভর্তি করা হয়েছিল তাঁদের। ঘটনার দিনই গ্রিন করিডর করে ঐ জখম দুই ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম-এ। টানা ৮দিন লড়াই করার পর শনিবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল ঋষভ সিং।

নিজস্ব চিত্র

এই দুঃসংবাদ পাওয়ামাত্রই এসএসকেএম-এ পৌঁছে যান ঋষভের পরিবার পরিজনেরা। এসএসকেএমে যান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-ও। গতকাল মাল্টি অরগ্যান ফেল হয় ঋষভের। দ্রুত ওঠানামা করতে থাকে রক্তচাপ। রাত দশটা নাগাদ পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। আর তারপরেই আজ ভোরে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। সকালে শ্রীরামপুরে নিয়ে আসা হয় ঋষভের নিথর দেহ। প্রতিবেশী থেকে শুরু করে শ্রীরামপুরের প্রতিটি মানুষ কান্নায় ভেঙে পড়েন। ক্রমাগত জ্ঞান হারান ঋষভের বাবা মা। পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঋষভকে নিয়ে যাওয়া হয় বসুন্ধরা অ্যাপার্টমেন্টে অর্থাৎ ঋষভের বাড়িতে। শেষবারের মতো ঋষভকে দেখতে উপচে পড়া ভিড় হয়েছিল তার বাড়ির সামনে। এরপর শ্রীরামপুরের শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ঋষভের শববাহী গাড়ি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here