নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের হত্যাকাণ্ডের ১ সপ্তাহের মধ্যেই আরেকটি খুনের ঘটনা ঘটলো পানিহাটিতে। পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নয়াবস্তি এলাকা থেকে শনিবার বিকেলে উদ্ধার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। জানা গিয়েছে মৃতের নাম শেখ আরমান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে , শনিবার বিকেলে স্থানীয় এক যুবক শেখ আরমান-কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই আগরপাড়া নয়াবস্তি এলাকা থেকে উদ্ধার হয় আরমানের রক্তাক্ত ও ক্ষত বিক্ষত মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দা থানার পুলিশ বাহিনী। আরমানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় খড়দা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, খুনের অভিযোগে জেল বন্দি ছিলেন আরমান। দিন পনেরো আগে ছাড়া পান তিনি। তারপরই এই ঘটনা। আরমানের পরিবারের দাবি পূর্ববর্তী খুনের অভিযোগের প্রতিশোধ নিতেই আরমানকে খুন করা হয়েছে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে দোলের দিন পদ্মা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর
তাঁদের দাবি, জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই আরমানকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। মাত্র ৭ দিন আগেই খুন হয়েছেন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। তারপরেই ঠিক পাশের ওয়ার্ডে ফের খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে আতংক ছড়িয়েছে এলাকায়। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে তদন্ত শুরু হয়েছে শীঘ্রই ধরা পড়বে অভিযুক্তরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584