কংগ্রেসের শাসনকালই দেশের ‘অন্ধকাল’, বাজেট অধিবেশনের জবাবি ভাষণে বললেন সীতারামন

0
45

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বাজেট অধিবেশনের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথে হেঁটে কংগ্রেসকেই নিশানা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী এদিন দাবি করলেন, কংগ্রেসের শাসনকালই দেশের ‘আসল অন্ধকাল’।

Nirmala Sitharaman
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বাজেট বক্তৃতায় নির্মলা বলেছিলেন এই বাজেটের সুফল দেশের মানুষ আগামী ২৫ বছর পরে পাবেন। এই ২৫ বছর অর্থাৎ স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর এই ২৫ বছরকে তিনি ‘অমৃত কাল’ হিসেবে অভিহিত করেন। অর্থমন্ত্রীর এই ‘অমৃত কাল’ শব্দবন্ধকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন ওটা ‘অমৃত কাল’ নয় আসলে ‘অন্ধকাল’ হবে। থারুরের এই মন্তব্যে বেজায় চটে যান অর্থমন্ত্রী। কংগ্রেসের অন্ধকাল শব্দটি শেষমেশ তাদের উদ্দেশ্যেই ব্যবহার করেন তিনি।

আরও পড়ুনঃ করোনার প্রথম ঢেউ-এ দেশে আত্মহত্যার পরিসংখ্যান অবশেষে প্রকাশ করলো কেন্দ্র

অর্থমন্ত্রী এদিন বলেন, কোভিডের জেরে দেশের জিডিপি কমে গিয়েছে ৯.৫৭ লক্ষ কোটি টাকা। তা সত্ত্বেও খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৬.২ শতাংশে স্থির রয়েছে। অথচ, ইউপিএ আমলে বিশ্বজোড়া মন্দার সময়ে ৯ শতাংশ পেরিয়ে গিয়েছিল। বিএসএনএল, এমটিএনএলের দূরবস্থার জন্য ও কংগ্রেসকে দায়ী করেন তিনি। এছাড়া ইউপিএ আমলে ২জি ও কয়লা কেলেঙ্কারির কথা টেনেও কংগ্রেসকে বিঁধেছেন তিনি।

আরও পড়ুনঃ গৌতম আদানির ছেলে করণ আদানির সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

এমনকি কংগ্রেস সভাকক্ষ ত্যাগ করলে নির্মলা তা নিয়েও কটাক্ষ করে বলেন যে সত্যি কথা শোনার ও সাহস নেই কংগ্রেস সাংসদদের্।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here