পার্থসারথী রায়কে নোটিশ ধরাল এনআইএ

0
57

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আইসার এর বিজ্ঞানী পার্থসারথী রায়কে এলগার পরিষদ মামলায় নোটিশ পাঠালো এনআইএ।

বিজ্ঞানী পার্থসারথী রায় সমাজকর্মী হিসেবে ও যথেষ্ট পরিচিত নাম, ভীমা কোরেগাঁও ও এলগার পরিষদ মামলায় এবার তাঁকে তলব করলো এনআইএ। আগামী ১০ সেপ্টেম্বর এর মধ্যে তাঁকে মুম্বাই পৌঁছনোর নির্দেশ দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।

partha sarathi | newsfront.co
পার্থসারথী রায়। ফাইল চিত্র

আরও পড়ুনঃ সরকারের নগ্ন রূপ প্রকাশ্যে আনা আমার অপরাধ ছিলঃ কাফিল খান

বিজ্ঞানীমহলে পার্থসারথী রায় যেমন খুবই পরিচিত একটি নাম, তার বাইরেও সমাজকর্মী হিসেবে তিনি যথেষ্ট পরিচিত এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক আন্দোলনে তাঁকে পাওয়া যায়। ২০১২ সালে নোনাডাঙ্গা আন্দোলনের সময় ও তিনি যুক্ত ছিলেন এবং কলকাতা পুলিশ তাঁকে গ্রেপ্তার ও করে ওইসময়, পুলিশ এবং জুডিশিয়াল কাস্টডি মিলিয়ে টানা ১২ দিন জেলেও থাকতে হয় তাঁকে।

ফোনে যোগাযোগ করা হলে পার্থসারথি রায় জানান, ‘‘এলগার পরিষদ মামলায় দেশের সমস্ত বুদ্ধিজীবীকে কেন্দ্রীয় সরকার মাওবাদী আখ্যা দিয়ে জেলে ভরতে চাইছে। এই মামলাতেই জেলবন্দি রয়েছেন তেলঙ্গানার কবি ভারাভারা রাও, সুধা ভরদ্বাজ, রোনা উইলসন একাধিক বুদ্ধিজীবী। আমি এনআইএ-র নোটিশ পেয়েছি। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপ কী হবে।“

আরও পড়ুনঃ দেশে একদিনে রেকর্ড ৮৬৪৩২ জন করোনায় আক্রান্ত

এনআইএ সূত্রে খবর, এলগার পরিষদ মামলায় ধৃতদের জেরা করেই পার্থসারথি রায়ের নাম উঠে এসেছে অন্যতম সংগঠক হিসেবে। সেই কারণেই তাঁকে জেরা করার জন্য মুম্বাইতে যেতে বলা হয়েছে।

এনআইএ-র এই তলবের তীব্র নিন্দা করেছে রাজ্যের মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের পক্ষে রনজিৎ শূর বলেন, ‘‘গোটাটাই রাষ্ট্রীয় চক্রান্ত। বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করার চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here