ব্রিজে ফাটল, গোপীবল্লভপুর-নয়াগ্রাম রাজ্য সড়কে বন্ধ যাতায়াত

0
108

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

গোপীবল্লভপুর থেকে নয়াগ্রাম যাওয়ারএকটি মাত্র রাস্তা ৯ নম্বর রাজ্য সড়ক। তারই উপর ফানিয়ামারার কাছে একটি সেতু রয়েছে। যা গৌড়িয়া সেতু নামে পরিচিত। দীর্ঘদিনের সেতুটি ভগ্নপ্রায় দূর্বল অবস্থায় রয়েছে। সোমবার রাত ১১টায় ব্রিজে ফাটল দেখতে পান গ্রামবাসীরা। তারপর থেকেই বন্ধ রয়েছে যান চলাচল।

crack at gouriya bridge | newsfront.co
ফাটল।নিজস্ব চিত্র

গোপীবল্লভপুর-নয়াগ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের ছাতিনাশোল যাওয়ার কাছে গৌড়িয় সেতুতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

অন্যদিকে ট্রাফিক এবং পি ডব্লিউ ডি (রোড)এর
আধিকারিকরা এলাকায় গিয়ে তদন্ত করেন এবং
আশ্বাস দিয়েছেন তিন দিনের মধ্যে যান চলাচল
স্বাভাবিক হবে।কিন্তু পরবর্তী সময়ে দশ টনের বেশি মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুনঃ সামান্য বৃষ্টিতেই উপচে পড়া নর্দমার জলে ভাসে রাস্তা

কিন্তু এলাকার লোকজনের একটাই অভিযোগ বালির জন্য রাস্তা এবং ব্রিজ সব ক্ষতি হচ্ছে। তৃণমূল থেকে বিজেপি পঞ্চায়েত গুলি জিতলেও বালির কারবার বন্ধের উপর কোন প্রভাব পড়েনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here