ওয়েবডেস্কঃ
এরিকসন মামলায় রিলায়েন্স চেয়ারম্যান অনিল আম্বানি ও আরও দুই ডিরেক্টরকে দোষী সাব্যস্ত করে আজ সুপ্রিম কোর্টের জাস্টিস আর এফ নরিম্যান ও ভিনিত সরন এর বেঞ্চ নির্দেশ দেয় যে চার সপ্তাহের মধ্যে এরিকসন ইন্ডিয়াকে তাদের প্রাপ্য ৪৫৩ কোটি টাকা মিটিয়ে দিতে হবে। একই সঙ্গে তিরস্কার করার পর সর্বোচ্চ আদালত অনিল আম্বানি ও অপর দুই ডিরেক্টরের প্রত্যেকের ১ কোটি টাকা করে জরিমানাও করে।
সুইডিশ যন্ত্রপাতি তৈরির কোম্পানি এরিকসন ইন্ডিয়া তাদের প্রাপ্য টাকা না পেয়ে আদালতের দ্বারস্থ হয়। তারা দাবি করে যে অনিল আম্বানির রিলায়েন্স তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে এবং তাদের প্রাপ্য টাকাও দেয়নি।
টাকা মিটিয়ে দিতে দেরি হওয়ার কারণ হিসেবে রিলায়েন্সর আইনজীবী আদালতকে জানান যে রিলায়েন্স জিও নিয়ে মুকেশ আম্বানির সঙ্গে বিরোধে কোম্পানি দেউলিয়া হয়ে যেতে বসেছিল। তাই তারা এরিকসনের প্রাপ্য টাকা মেটাতে পারেনি। সুপ্রিম কোর্টে এরিকসন ইন্ডিয়ার আইনজীবী এ প্রশ্ন তোলেন যে রিলায়েন্স যেখানে রাফাল চুক্তির মত বড় মাপের বিনিয়োগ করতে পেরেছে, তাহলে তাদের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন?
আরও পড়ুনঃভারতীয় সামরিক বাহিনীতে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি, গত ৮ বছরে ৮৮৮ জন!
‘লাইভ ল’ সূত্রে এও জানা যায় যে সর্বোচ্চ আদালত আজ এ নির্দেশও দিয়েছে যে তাঁরা যদি ৪৫৩ কোটি টাকা ৪ সপ্তাহের মধ্যে মিটিয়ে না দেয় তাহলে তাদের তিন মাস কারাবাস করতে হবে। একই সঙ্গে ১ কোটি করে ফাইনের টাকাও যদি তাঁরা এক মাসের মধ্যে না মেটান, সেক্ষেত্রেও তাঁদের এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584