পাথর ভাঙা মেশিনে কর্মরত শ্রমিকের মৃত্যু

0
67

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

Workers' death on stone-broken machine
মৃত শ্রমিকের দেহ নিয়ে যাওয়া হচ্ছে।নিজস্ব চিত্র

পাথর ভাঙ্গার মেশিনের ভেতরে ঢুকে মৃত্যু হল এক শ্রমিকের।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের বৈষ্ণব দেবী প্ল্যানটেশনে।মৃতের নাম রাজু ঝাঁ(২৩)।মৃত ব্যক্তি গয়াগঙ্গা চা বাগান এলাকার বাসিন্দা।জানা গেছে যে,মঙ্গলবার গভীর রাতে প্ল্যান্টটেশনের পাথর ভাঙ্গার মেশিনে কাজ করছিল ওই শ্রমিক।

এরপর হঠাৎই অন্য এক শ্রমিক দেখতে পান যে মেশিনটি চলছে কিন্তু ওই শ্রমিক তার জায়গায় নেই।এরপর খোঁজাখুঁজি শুরু হয় ওই শ্রমিকে।বেশ কিছুক্ষণ খোঁজার পরও মেলেনি খুঁজে পাওয়া যায়নি।এরপর মেশিনটি আটকে যায় তখন এক শ্রমিক মেশিনটি দেখতে যায় কি কারনে মেশিনটি আটকে গেছে।মেশিনটি সামনে যেতেই দেখতে পায় প্যান্ট ও সোয়েটার আটকে আছে।তখন সন্দেহ হয় অন্য শ্রমিকদের।এরপর তারা খবর দেয় ম্যানেজারকে।

আরও পড়ুনঃ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত শ্রমিকের মৃত্যু

ম্যানেজার ও অন্যান্য শ্রমিকরা এসে দেখেন যে খন্ড খন্ড দেহ ভিতরে আটকে আছে।পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। অপরদিকে শ্রমিকদের অভিযোগ যে তারা যেখানে কাজ করেন সেখানে নেই কোন পর্যাপ্ত আলো ও নিরাপত্তা।তাই প্রানের ঝুঁকি নিয়েই মেশিনের উপর কাজ করতে হয়।এক কথায় মৃত্যুর কুয়া।এই বিষয়ে বহুবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি।অন্যদিকে মৃত শ্রমিকের পরিবারের তরফ থেকে সঠিক তদন্তের দাবি করেছেন তারা।প্ল্যান্টটেশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই প্রথম কোন দুর্ঘটনা ঘটল।

তবে এরপর যাতে ভবিষ্যতে কোন রকম দূর্ঘটনা না ঘটে তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব।যদিও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ওই কারখানার কর্মীদের নিরাপত্তা নিয়ে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here