অনূর্ধ্ব উনিশ জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় কুশমন্ডির অনিমা

0
76

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Anima of Kushmandi in the Under-19 National School Sports Competition
নিজস্ব চিত্র

স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্দ্যোগে গুজরাটের নদিয়াদে অনুষ্ঠিত ৬৪তম জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে জ্যাভেলিন থ্রোতে খেলার সুযোগ পেল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মানিকোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনিমা রাজবংশী।

আরও পড়ুনঃ জেলা বিদ্যালয় শীতকালীন ক্রীড়া প্ৰতিযোগীতা

মানিকোর উচ্চ বিদ্যালযের ক্রীড়া শিক্ষক শ্যামলেশ সরকার সোমবার জানান সম্প্রতি তাদের বিদ্যালয়ের অনিমা জাতীয় গেমসে খেলার সুযোগ পাবার চিঠি আশায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক মহলে খুশির হাওয়া শুরু করে।শ্যামলেশ বাবু বলেন আগামী ৬ই ফেব্রুয়ারী অনিমা রাজবংশীকে নিয়ে তিনি হাওড়ায় যাচ্ছেন।হাওড়া থেকে ৭ই ফেব্রুয়ারী বাংলা দলের সাথে গুজরাটের উদ্দেশ্যে অনিমা রওনা দেবে।

দক্ষিণ দিনাজপুর জেলার স্কুল গেমসের জোনাল সম্পাদক বরুন দাস বলেন যে আগামী ১০ই ফেব্রুয়ারী থেকে ১২ই ফেব্রুয়ারী গুজরাটের নদিয়াদে জাতীয় স্তরের এই খেলা চলবে।মানিকোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঃ জাফর আলী বলেন,” আমার বিদ্যালয়ের ছাত্রী অনিমা রাজবংশী একাদশ শ্রেণীর ছাত্রী।দিন মজুরের ঘরের মেয়ে হলেও খেলাধুলায় অনিমা আমাদের বিদ্যালয়ের সোনার মেয়ে।ও রাজ্য স্তরের বেশ কিছু খেলায় ইতিমধ্যেই মানিকোর বিদ্যালয়ের সুনাম এনে দিয়েছে।”

এবারেও অনিমা ভালো ফল করে বিদ্যালয়ের সুনাম যে রাখবেই সে বিষয়ে তিনি প্রচন্ড আশাবাদী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here