রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
দোলযাত্রা হলো একটি হিন্দু বৈষ্ণব উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। তবে নামে যাই হোক না কেন, বঙ্গদেশে বৈষ্ণব ধর্মের প্রসারের ফলে রাধাকৃষ্ণের প্রেম, বসন্তের রাসনীলা ও হোলি সমার্থক হয়ে গেছে। প্রীতির উৎসব এই দোল।
পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত নন্দীগ্রামের গৌর মন্দির প্রাঙ্গণে দোলযাত্রা উৎসব ৪০০ বৎসর পূর্তি মহাসমারোহে উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার দোলযাত্রা উৎসব উপলক্ষে হরিরামসংকীর্তন হচ্ছে।
দোলযাত্রা উৎসবের দিন দুপুরে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। দোলযাত্রা উৎসব উপলক্ষে শিবতলা প্রাঙ্গনে বসেছে মেলা। দোলযাত্রা উৎসব উপলক্ষে এবারে মূল আকর্ষণ হলো বাউল গান।
আরও পড়ুনঃ দোল উৎসব উপলক্ষে মদনমোহন বাড়িতে জেলাশাসকের পুজো
দোলযাত্রা উৎসব উপলক্ষে কয়েকশো মানুষকে অন্ন ভোগ খাওয়ানো হয়। দোলযাত্রা উৎসবে মেতে ওঠেন নন্দীগ্রামবাসীরা। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মানুষ নন্দীগ্রামে দোলযাত্রা উৎসব দেখতে আসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584