নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
জেলার শালবনী নিচু মঞ্জরী উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হলো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। বৃহস্পতিবার মূল অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসবী ভাওয়াল।এদিনই প্রকাশিত হয় বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা” দিশা” র পঞ্চদশ সংখ্যা।
পত্রিকার আবরণ উণ্মোচন করেন পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ।এরপর শালবনী কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত।উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত সানি, প্রতিষ্ঠাতা কৃত্তিবাস সামন্তের পৌত্র সীতারাম সামন্ত, পরিচালন সমিতির সদস্যবৃন্দ,প্রাক্তন শিক্ষকাগণসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। তিরিশটি স্মৃতি পুরস্কার ও অ্যাকাডেমিক, সাংস্কৃতিক, কো-অপারেটিভের বিভিন্ন পুরস্কার এদিন সফল ছাত্র ছাত্রীদের হাতে তুলে তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষিকাগণ।পুরস্কার বিতরণীর পর আবৃত্তি, নৃত্য,সঙ্গীত সহযোগে পরিবেশিত নানান স্বাদের মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। নাটক ‘মা সারদামনি ‘ ও নৃত্যনাট্য ‘তাসের দেশ ‘ ছিল এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শিক্ষিকা বনানী মল্লিক ও অনিন্দিতা শাসমল।সমস্ত শিক্ষিকাদের ও শিক্ষাকর্মীদের সক্রিয় অংশগ্রহনে ও ছাত্রীদের নিয়মানুবর্তিতায় সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুনঃ নদীয়া জেলা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক স্মরণ সভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584