অমৃতা চন্দ,দিনহাটাঃ
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটার ২ টি সংস্থার বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল। দিনহাটা ব্লাড ডোনার অরগানাইজেশনের এবং বেনীআসহকলা অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে রবিবার দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নার এবং মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে এই অনুষ্ঠান আয়োজিত হয়। ব্লাড ডোনার অরগানাইজেশনের দিনহাটা শাখা এবং বেনীআসহকলার যৌথ উদ্যোগে বার্ষিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বর্ষীয়ান শিক্ষক শ্যামল ধর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার কাউন্সিলর নমিতা অধিকারী, উত্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক, ব্লাড ডোনার অরগানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য , আয়োজক কর্ণধার সুস্মিতা চন্দ , বর্ণালী সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টরা সমাজ সেবামূলক নানা কাজে ব্লাড ডোনার অরগানাইজেশনের দিনহাটা শাখার ভূয়শী প্রশংসা করেন। এদিন অনুষ্ঠান শুরুর আগে সকালে উভয় সংস্থার সদস্য ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
দিনভর নানা অনুষ্ঠান ছাড়াও সন্ধ্যায় স্মৃতি পাঠাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের এই অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সংস্থার সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584