নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে।
সংগঠনের রবীন্দ্রনগরস্থিত জেলা দপ্তর গোলোকপতি ভবনে আয়োজিত এই সভায় আঞ্চলিক শাখার বিভিন্ন বিদ্যালয়ের ৪৩ জন প্রতিনিধি যোগদান করেন। সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সবার সূচনা হয়। সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখার সভাপতি সুদীপ কুমার খাঁড়া। সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহকুমা সভাপতি নির্মল প্রামানিক। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন আঞ্চলিক শাখার সম্পাদক পল্লব সরকার।আয় ব্যয়ের হিসেব পেশ করেন কোষাধ্যক্ষ তারকার ভূঞ্যা। সভায় বক্তব্য রাখেন মহকুমা সম্পাদক শক্তি প্রসাদ মিত্র। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন ১০ জন প্রতিনিধি।
বক্তারা তাঁদের বক্তব্যে ,বকেয়া ডিএ , অবিলম্বে পে কমিশন চালু, শূন্য পদ গুলিতে অবিলম্বে শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগের দাবিতে সোচ্চার হন। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের প্রতি রাজ্য প্রশাসনের অশালীন ভাষা ব্যবহার, শিক্ষকদের কাজের ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধের বিরুদ্ধে সোচ্চার হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584