এবিটিএ- এর মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার বার্ষিক সাধারণ সভা

0
49

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো সোমবার। সোমবার সকালে সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবনে আয়োজিত এই সভার সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে। সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখার সভাপতি সুদীপ কুমার খাঁড়া। সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান।

annual meeting
নিজস্ব চিত্র

সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জোনাল সম্পাদক শান্তনু সিনহা। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ তারকনাথ ভূঞ্যা। সাধারণ সভার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, মহাকুমা সভানেত্রী সবিতা মান্না প্রমুখ।

meeting
নিজস্ব চিত্র

সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন ৭ জন প্রতিনিধি। আঞ্চলিক শাখার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪৫ জন প্রতিনিধি এদিনের সভায় অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব নির্মল কুমার প্রামাণিক,প্রণব হড়, উত্তম মান্না, অভিষেক দে,সুমন সামন্ত,অরূপ মাইতি, প্রমুখ। সভায় সঙ্গীত পরিবেশন করেন দীপেশ দে।

আরও পড়ুনঃ সোমবার তৃণমূলে যোগ দিলেন উত্তর প্রদেশের ২ কংগ্রেস নেতা

এদিনের সভায় উপস্থিত নেতৃত্ব ও প্রতিনিধিবৃন্দ কোভিড বিধি মেনে বিদ্যালয় ও মাদ্রাসা গুলিতে পঠন পাঠন শুরুর দাবি জানান। পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার দাবি জানানো হয়।এরই সাথে অবিলম্বে ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি গ্রাজুয়েট শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণসহ শিক্ষা সংক্রান্ত ও শিক্ষক শিক্ষিকাদের পেশা সংক্রান্ত নানা দাবি নিয়ে এদিনের সাধারণ সভায় আলোচনা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here