“জঙ্গলমহল উদ্যোগ”-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

0
119

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:

জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা নিয়ে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংগঠন জঙ্গল মহল উদ্যোগ-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার। মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে আয়োজিত এই সভার শুরুতে রবীন্দ্রনাথের মূর্তি ও হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় সভাপতিত্ব করার পাশাপাশি পারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি ড.মধুপ দে। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা শাখার সম্পাদক সুব্রত মহাপাত্র।

Annual meeting
নিজস্ব চিত্র

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রিয়ব্রত বেরা, ডিসিসিআই এর সভাপতি বিশিষ্ট উদ্যোগপতি আনন্দগোপাল মাইতি, জঙ্গল মহল উদ্যোগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদ্যোত দেবনাথ, জয়ন্ত মোদক, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, প্রাক্তন শিক্ষা প্রশাসক প্রণব কুমার পাহাড়ী প্রমুখ। চারাগাছে জল সিঞ্চন করে এদিনের সভার সূচনা হয়।

Jangal Mahal Udyog
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান

এদিনের সভায় আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ নরসিংহ দাস, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী ঝুমঝুমি চক্রবর্তী, আবৃত্তি পরিবেশন করেন রত্না দে। সভা সঞ্চালনা করেন রীতা বেরা। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন ১০ জন প্রতিনিধি। এদিন নতুন সদস্যপদ গ্রহণ করেন নীতা সিনহা ও নিমাই লাল মাইতি।সভার শেষে পুনরায় মধুপ দে কে সভাপতি ও সুব্রত মহাপাত্রকে সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here