নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার মেদিনীপুর শহরের রাঙামাটি কিরন্ময়ী হাইস্কুলে। সভায় সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সভাপতি ড.অমিতেশ চৌধুরী। সভার শুরুতে সংগঠনের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি ও গুরুনানকের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সম্মিলিত উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন এবং চারাগাছে জলসিঞ্চনের মাধ্যমে সভার উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি ড.হরিদাস ঘটক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড.শান্তনু ভৌমিক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অমৃতা বিশ্ববিদ্যালয়, কোয়েম্বাটোর।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি তাপস কুমার দে ও জেলা অবজার্ভার তপন কুমার দে প্রমুখ।জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় শতাধিক প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকা এই সভায় যোগদান করেন। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক ভূপাল প্রসাদ চক্রবর্তী। আয় ব্যয়ের হিসাব পেশ করেন সুমন রায়। সম্পাদকীয় প্রতিবেদনের ওপর আলোচনায় ২৫ জন প্রতিনিধি অংশ নেন। শিক্ষা ও শিক্ষার্থীর স্বার্থে ও বিদ্যালয় প্রধানদের বঞ্চনার প্রতিবাদে কাজ করতে বদ্ধপরিকর প্রধান শিক্ষকদের একমাত্র সংগঠন।
আরও পড়ুনঃ মোহনবাগানের সাফল্য কামনায় মেদিনীপুরে পূজা
সভাটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা কমিটির সদস্যা স্বাতী বন্দ্যোপাধ্যায় ও সংগঠনের খড়গপুর মহকুমার সভাপতি সূর্য্যকান্তি নন্দ। সভার শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের জেলা কমিটির সহ-সম্পাদক ড.প্রসূন কুমার পড়িয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584