মনিরুল হক,কোচবিহারঃ

দেশ ও দেশের বাইরের প্রথম সারির বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীদের নিয়ে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের ৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু হল কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে।বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওই সম্মেলন শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ও কোচবিহারের সাংসদ বিজয় চন্দ্র বর্মণ,পার্থ প্রতিম রায়,প্রাক্তন সাংসদ প্রসেঞ্জিৎ বর্মণ,পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখার্জী সহ বিভিন্ন বিশ্ব বিদ্যালয় থেকে আসা অধ্যাপক ও ছাত্রছাত্রীরা।
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মাধব চন্দ্র অধিকারী জানান, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন অধ্যাপক রমণী চক্রবর্তী,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন অধ্যাপক মেসবা কামাল, কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন অধ্যাপিকা সুচন্দ্রা ঘোষ।
আরও পড়ুনঃ নাচ গানে জমজমাট জঙ্গলমহল উৎসব
এছাড়াও বিশ্বভারতী, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়,উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ অসমের বিশ্ববিদ্যালয় থেকেও অধ্যাপকরা এসেছেন।সব মিলিয়ে ৫০০ প্রতিনিধি এখানে যোগ দিয়েছেন।তাঁদের মধ্যে ৩৫০ থেকে ৪০০ জন পেপার জমা দিয়েছেন।যা তিনদিন ধরে পাঠ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584