তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
সরকারি প্রাথমিক শিক্ষা ব্যাবস্থাকে নতুন দিশা দেখানো কালিয়াগঞ্জের ধনকৈল লক্ষীপুর নিম্ন বুনিয়াদি প্রাইমারি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা।
দুপুরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার মহন্তের নেতৃত্বে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছিলেন কালিয়াগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুবায়েত ইসলাম।বিদ্যালয় ভিসি কমিটির সভাপতি ধীতি রায়বর্মন প্রমুখ।
আরও পড়ুনঃ বহরমপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
কালিয়াগঞ্জের ধনকৈল লক্ষীপুর প্রাইমারি স্কুলে ক্ষুদে পড়ুয়াদের পড়াশোনার সঙ্গে সংস্কৃতিচর্চার তালিম দেওয়া হয়। এই ছাত্রছাত্রীরা কেমন শিখছে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, তা তুলে ধরার মঞ্চ এই বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব।
সরকারি প্রাথমিক স্কুলে পড়াশোনার সঙ্গে ছাত্রছাত্রীদের এমন সংস্কৃতিচর্চা প্রদানের জন্য এই স্কুল নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছে৷ এদিনের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে সন্তানদের কার্যকলাপ স্বচক্ষে দেখে বেজায় খুশি অভিভাবকমন্ডলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ছাত্রছাত্রীদের সুনাগরীক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার সঙ্গে সংস্কৃতি ও খেলাধুলায় পারদর্শী করার চেষ্টা হচ্ছে।ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584