আরো ১ করোনা আক্রান্তের হদিশ রায়গঞ্জে

0
39

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ফের করোনার আক্রান্তের খোঁজ পাওয়া গেল রায়গঞ্জে। এবার রায়গঞ্জ ব্লকের মহারাজপুর নয়াপাড়া গ্রামে করোনা আক্রান্তের হদিশ মিলল। এই নিয়ে উত্তর দিনাজপুর জেলার করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জন। জেলা প্রশাসনের কাছে ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসার পরই তাকে বাড়ি থেকে রায়গঞ্জ কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Hospital | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে ,আক্রান্ত ব্যক্তি মুম্বাইতে শ্রমিকের কাজ করতেন। গত ৮ মে মুম্বাই থেকে বারসই হয়ে বাড়িতে ফেরেন ওই ব্যক্তি। ১০ মে তার লালারস সংগ্রহ করে টেস্টের জন্য মালদহে পাঠানো হয় । মালদহ থেকে পজিটিভ রিপোর্ট জেলা প্রশাসনের কাছে পৌঁছনোর পরই আক্রান্তকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মৃতদেহ সৎকারে বাধা, বিক্ষোভ বাসিন্দাদের

উল্লেখ্য, কলকাতার তপসিয়া ফেরত রায়গঞ্জের শ্যামপুর ও ঘোড়ই এবং হেমতাবাদের রণহট্টা এলাকায় ৩ রোগীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। এদিকে বুধবার ইটাহার ব্লকের নদনা গ্রামের বাসিন্দা এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি গুজরাতের আহমেদাবাদে শ্রমিকের কাজ করতেন। এখন মোট আক্রান্ত ৫ জন প্রত্যেকেরই ভিন রাজ্য থেকে উত্তর দিনাজপুর জেলায় এসেছেন। ফলে পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here