নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের সাফল্য পেল জলদাপাড়া বনদফতর খাঁচাবন্দী হল পূর্ণ বয়স্ক লেপার্ড আজ সকালে মাদারিহাট-বীরপাড়া ব্লকের রামঝোড়া চা বাগানের ৫ নং সেকশন থেকে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় লেপার্ডটি এই নিয়ে এক সপ্তাহে পাঁচটি লেপার্ড খাঁচাবন্দী হল স্বস্তির নিঃশ্বাস বাগান জুড়ে।
লঙ্কাপাড়া রেঞ্জার বিশ্বজিৎ বিশয়ী জানান,যে বিগত তিন-চার বছর ধরে গ্যারগাণ্ডা, ধুমচিপাড়া,হাণ্টাপাড়া এই সমস্ত চা বাগান গুলো বন্ধ ছিল যার দরুণ বাগানে ঝোপঝাড় হয়ে গিয়ে ছিল এবং এই কারণে এসব বাগানে লেপার্ড এর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে মানুষ-পশু সংঘাত ।
আরও পড়ুন: খাঁচাবন্দী হল চিতাবাঘ
আমরা বনদফতর থেকে দিনরাত ২৪ ঘণ্টা ডিউটি করেছি এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলে ঝোপঝাড় গুলো পরিষ্কার করেছি এবং বনদফতরের সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের ফল হচ্ছে সাত দিনের মধ্যে খাঁচাবন্দী পাঁচটি লেপার্ড। লেপার্ডটিকে দক্ষিণ খয়েরবাড়ি রেসকিউ সেণ্টারে নিয়ে যাওয়া হয়েছে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584