মনিরুল হক,কোচবিহারঃ
কোচবিহার জেলা জুড়ে বিজেপির ভয়াবহ সন্ত্রাস ও বিভিন্ন স্থানে আক্রান্ত কোচবিহার জেলা বামফ্রন্টের নেতারা।সম্প্রতি জেলার প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুরের গাড়িতে আক্রমনের ঘটনা ঘটে। পাশাপাশি জেলার সিপিআই(এম)নেতা অমিত দত্ত, ছাত্রনেতা সমৃদ্ধ আচার্যী সহ বামফ্রন্টের কর্মী সমর্থকরা।
এছাড়াও কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী বাজেট এর জাঁতাকলে পড়তে চলেছে সাধারন মানুষ। এই পরিস্থিতিতে বিজেপির সন্ত্রাসকে ধিক্কার জানানোর পাশাপাশি জনস্বার্থবিরোধী বাজেট এর বিরোধিতায় এদিন কোচবিহার শহরে মিছিল করল কোচবিহার জেলা বামফ্রন্ট। এই মিছিল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার আবেদন জানানো হয় সাধারণ মানুষকে। ওই মিছিল শুরু হয় সিপিআই(এম) কোচবিহার জেলা দপ্তর থেকে শহরের বিভিন্ন এলাকার রাস্তা পরিক্রমা করার পর মিছিল শেষ হয় ওই দলীয় কার্যালয়ের সামনে।
এদিনের এই মিছিলের নেতৃত্বে ছিলেন কোচবিহার জেলা বামফ্রন্ট নেতা তারিণী রায়, সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, পার্টি নেতা তমসের আলী, মহানন্দ সাহা, অমিত দত্ত, ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার, দেবাশীষ বণিক, বিধায়ক নগেন্দ্রনাথ রায়, সি পি আই নেতা পার্থ প্রতিম সরকার, উৎপল পাল আরও অনেকে।
আরও পড়ুনঃ কেশপুরে গেরুয়া সন্ত্রাস রুখে দেওয়ার আহ্বান শুভেন্দুর
কোচবিহার জেলা বামফ্রন্ট নেতা তারিণী রায় বলেন, গোটা রাজ্যের সাথে কোচবিহারেও সন্ত্রাসের বাতাবরন তৈরি করেছেন বিজেপি। তাঁদের নিশানায় এখন বামপন্থী নেতা কর্মীরা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী দিশাহীন বাজেট পেশ করেছে বলে মন্তব্য করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584