হাম,রুবেলা টিকা করন কর্মসূচী

0
105

পিয়ালী দাস,বীরভূমঃ

হাম এবং রুবেলা রোগের টিকা করনের কর্মসূচি শুরু করলো বীরভূম জেলা স্বাস্থ্য দফতর।জেলার প্রায় ১০ লক্ষ শিশু এবং বালক বালিকাদের এই টিকাকরণের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুল অঙ্গনওয়ারী কেন্দ্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা কর্মসূচি সচেতনতা মূলক প্রচার করা শুরু হচ্ছে।

কর্মসূচীর ঘোষণা।নিজস্ব চিত্র

বীরভূম এবং রামপুরহাট স্বাস্থ্য দফতর জেলায় দশ লক্ষ কুড়ি হাজার শিশু এবং বালক বালিকাদের হাম এবং রুবেলা রোগের টিকা করন কর্মসূচি করা হবে।জেলার বিভিন্ন মাধ্যমিক এবং প্রাথমিক স্কুল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংস্থা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই টীকাকরণ কর্মসূচির করা হবে।ন’মাস বয়সী শিশু থেকে পনেরো বছর পর্যন্ত বালক-বালিকাদের এই টিকাকরণের আওতায় আনা হচ্ছে।হাম এবং রুবেলা রোগের টিকা করনের কর্মসূচিতে বিভ্রান্তি না ছাড়াই তার জন্য অভিভাবকদের মধ্যে বিশেষ সচেতনতা কর্মসূচি নেওয়া হচ্ছে। আগামী ১৯ নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি করা হবে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী বলেন,শিশুদের মধ্যে হাম এবং প্রসূতি মায়েদের রুবেলা রোগের প্রবণতা দেখা যায়।এই রোগ থেকে মুক্তি পেতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে টিকাকরণের কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বেহাল জাতীয় সড়ক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here