ব্যাঙ্গালুরুর সিএএ-বিরোধী সভায় তরুণীর ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানে বিতর্ক তুঙ্গে

0
195

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

ব্যাঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত সিএএ-বিরোধী এক সভায় এক স্টুডেন্ট এক্টিভিস্টের ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানে জোরদার বিতর্ক বাধে।

অমূল্য নামের ওই স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট তার ভাষণের শুরুতেই মাইক হাতে নিয়ে পরপর তিনবার ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলামাত্রই উদ্যোগী সংগঠন ‘হিন্দু-মুসলিম-শিখ-ঈশাই ফেডারেশন’ ও মঞ্চে উপস্থিত হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি অস্বস্তিতে পড়ে যান।

পরিস্থিতি সামলাতে আসাদুদ্দিন ওয়াইসি নিজে ও উদ্যোক্তারা ওই তরুণীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিতে সচেষ্ট হন। কিন্তু দমে না গিয়ে ওই তরুণী স্লোগান দিতেই থাকেন। সব মিলিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে ওই তরুণীকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়।

এর পরে আসাদুদ্দিন ওয়াইসি ভাষণ দিতে এসে বলেন, ‘ওই মহিলার সঙ্গে আমার বা আমার দলের কারুর কোন সম্পর্ক নেই। ওঁকে আমন্ত্রণ জানানো উচিত হয়নি। আগে জানলে আমি এখানে আসতাম না। আমরা ভারতের পক্ষে এবং কোনও ভাবেই শত্রু দেশ পাকিস্তানকে সমর্থন করি না। আমাদের আন্দোলনের উদ্দেশ্য ভারতকে রক্ষা করা।’

ইতিমধ্যেই বিবিএমপি কোঅপারেটর ইমরান পাশা মন্তব্য করেন, ‘আমরা তাকে আমন্ত্রণ জানায়নি, সে নিজে থেকেই এখানে এসেছে। আমরা পুলিশকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আজকের সভাকে ভেস্তে দেওয়ার জন্যই এই পরিকল্পনা।’

শেষ পর্যন্ত সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে যে পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে সেকশন ১২৪ এ ধারায় মামলা রুজু করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে কোর্টে তোলা হবে।

(ফিচার ছবি সৌজন্যে: https://twitter.com/nkaggere/status/1230494800337498112?s=19)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here